MS Dhoni: আনক্যাপড ধোনিকে থামাতে কী পরিকল্পনা? প্রশ্ন শুনে MI ক্যাপ্টেন স্কাই যা বললেন…
চল্লিশ মানেই যে চালশে নয়, তা প্রমাণ করেছেন ধোনি। সারা বছর ক্রিকেট থেকে দূরে থেকেও আইপিএলের সময় যেভাবে নিজেকে মেলে ধরেন, তা দেখে তরুণ ক্রিকেটাররাও শেখেন।

কলকাতা: মাহিকো কন্ট্রোল করনা মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়…ঠিক যেন এমনটাই বলতে চাইলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। রবিবাসরীয় আইপিএল ম্যাচে চেন্নাইয়ে মুখোমুখি সিএসকে ও মুম্বই। টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পাবে না। গত মরসুমে স্লো ওভার রেটের শাস্তির ফলে আজকের ম্যাচে নির্বাসিত হার্দিক। তাই মুম্বইয়ের ব্যাটন আজ স্কাইয়ের হাতে। ১৮তম আইপিএলে এক অবাক করা জিনিস হতে চলেছে। এই প্রথম বার মহেন্দ্র সিং ধোনি আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএলে খেলবেন। তাঁর মতো সুপার ডুপার হিট প্লেয়ারকে আনক্যাপড বলে অনেকেই ভাবতে পারছেন না। যেমন পারছেন না সূর্যকুমার যাদব।
চল্লিশ মানেই যে চালশে নয়, তা প্রমাণ করেছেন ধোনি। সারা বছর ক্রিকেট থেকে দূরে থেকেও আইপিএলের সময় যেভাবে নিজেকে মেলে ধরেন, তা দেখে তরুণ ক্রিকেটাররাও শেখেন। আইপিএলের নিয়মের কারণে, ধোনি সত্যিই ১৮তম আইপিএলে খেলতে চলেছেন আনক্যাপড প্লেয়ারের ট্যাগ নিয়ে। কিন্তু নামটা যখন মহেন্দ্র সিং ধোনি, সেখানে কোনও ট্যাগই কাজ করে না। মাহি যে সব কিছুর ঊর্ধ্বে। স্কাই যে কারণে এটাই বুঝিয়েছেন।
এই খবরটিও পড়ুন




সাংবাদিক সম্মেলনে স্কাইয়ের কাছে এক রিপোর্টার প্রশ্ন রাখেন, আনক্যাপড প্লেয়ার ধোনিকে নিয়ন্ত্রণ করার জন্য কী পরিকল্পনা রয়েছে? যা শুনে প্রথমেই এক গাল হাসেন সূর্যকুমার যাদব। এরপর বলেন, “এতগুলো বছর ধরে তাঁকে কি কেউ আটকে দিতে পেরেছে?” স্কাইয়ের কথা থেকেই পরিষ্কার, ধোনির বরাবরই আনপ্রেডিক্টেবল। তাঁর জন্য কোনও প্ল্যানই খাটে না। সব সময় তিনি যে ক্রিকেট বুকের বাইরে ঠান্ডা মাথায় ম্যাচ বের করার চেষ্টা করেন।
ধোনিকে থামানো যে খুব একটা কারও সাধ্যি নেই, তা বলার পাশাপাশি স্কাই বলেছেন, “চেন্নাইয়ে খেলতে আসলে বরাবরই দারুণ অনুভূতি হয়। ধোনিকে ড্রেসিংরুম থেকে বের হতে দেখতে পাই, সেটাও অসাধারণ লাগে। আমরা তাঁর থেকে অনেককিছু শিখেছি। এখনও আমরা অনেককিছু শিখছি। যখনই সুযোগ পাই কথা বলি তাঁর সঙ্গে। আমি তাঁকে মাঠে আবার খেলতে দেখার জন্য মুখিয়ে রয়েছি। আবার অন্যদিকে আমি তাঁর প্রতিপক্ষ দলে রয়েছি। আবার এই দলটাকে নেতৃত্বও দেব। ফলে একটা ভালো চ্যালেঞ্জ হতে চলেছে।” কথাগুলো শেষ করার সময় আবার স্কাই ‘আনক্যাপড প্লেয়ার’ (ধোনির কথা মনে করে) বলে হাসতে থাকেন।
Reporter: What’s your plan to control uncapped player Dhoni?
Surya: Has anyone been able to control him so many years 😂 pic.twitter.com/BM4dy0CEog
— ` (@WorshipDhoni) March 22, 2025
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





