দুবাই: অপেক্ষার পালা এ বার শেষ। আজ, বুধে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) বোধন। আর একটা দিন পরই মিনি বিশ্বকাপে অ্যাকশনে দেখা যাবে মেন ইন ব্লুকে। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরিশ্রমে কোনও খামতি রাখতে চাইছেন না ভারত অধিনায়ক। নেটে প্রচুর সময় কাটাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর সেখানেই তাঁর পা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। সে কথা নিজে মুখে রোহিতই জানিয়েছেন। ঠিক কী ঘটেছিল রোহিতের সঙ্গে?
দুবাইতে আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে খেলার আগে নেটে মনোযোগী দেখিয়েছে বিরাট-রোহিতদের। নেট সেশনেই রোহিতের পা ভাঙার জোগাড় হয়েছিল। পাকিস্তানের এক বোলার নেটে বিরাট ও রোহিতকে বল করেছেন। সেই তিনিই রোহিতকে বেশ কয়েকটি ডেলিভারিতে চাপে ফেলার চেষ্টা করেছিলেন।
খাইবার পাকতুনখাওয়ার বোলার আওয়িস আহমেদ ভারতের প্রস্তুতির সময় নেটে বল করেছেন। বিরাট ও রোহিতকে নেটে বল করতে পেরে তাঁর স্বপ্নপূরণ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তাঁর বোলিংয়ে মুগ্ধ হন হিটম্যানও। নেটদুনিয়ায় সেই বোলারের সঙ্গে রোহিতের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে রোহিতের ডানদিকে দাঁড়িয়ে ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ডেপুটি শুভমন গিল। রোহিতকে ওই ভিডিয়োতে পাক বোলারের পিঠ চাপড়ে বলতে শোনা যায়, ‘দারুণ বোলার তুমি। তবে ইনসুইং ইয়র্কার মেরে আমার জুতো, পা ভাঙার চেষ্টা করছিলে তুমি। তোমরা এসে আমাদের এখানে প্রস্তুতিতে সাহায্য করছো, তার জন্য ধন্যবাদ।’
এক সাক্ষাৎকারে ওই পাক বোলার বলেন, “আমি প্রথমে বিরাটকে বল করছিলাম। এরপর তিনি রোহিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন। রোহিত সেই সময় বিরাটকে জিজ্ঞাসা করেন, আমি কোন দিকে বল সুইং করছি। তখন শুনতে পাই, বিরাট ভাই তাঁকে জানান যে আমি দুই দিকেই সুইং করছি। এরপর তিনি আর কোনও ভুল করেননি।”
এমন ইয়র্কার দেওয়া কোথা থেকে শিখেছেন আওয়িস? পাক পেসার জানান, পাকিস্তানের তারকা শাহিন শাহ আফ্রিদির থেকেই এমন ইয়র্কার শিখেছেন তিনি। তাঁর সঙ্গে ২০২১ সালের পিএসএলে লাহোর দলে তিনি ছিলেন। যদিও সেখানে খেলার সুযোগ পাননি।