Rahul on RO-KO: রোহিত-বিরাট থাকলে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কী হয়? ফাঁস করলেন রাহুল

IND vs SA, ODI: আগামিকাল, রবিবার শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ। সেখানে অ্যাকশনে দেখা যাবে রো-কো জুটিকে। তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে দলের দুই মহাতারকা— বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন কেএল রাহুল।

Rahul on RO-KO: রোহিত-বিরাট থাকলে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কী হয়? ফাঁস করলেন রাহুল
কোহলি-রোহিত থাকলে ড্রেসিংরুমে কী হয়? ফাঁস করলেন রাহুল Image Credit source: PTI

Nov 29, 2025 | 4:39 PM

কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) যতই টেস্ট ও টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়ে দিন না কেন, তাঁদের গুরুত্ব ভারতীয় দলে এখনও অপরিসীম। ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভ ড্রেসিংরুমে থাকা মানে পরিবেশটাই হয় আলাদা। আগামিকাল, রবিবার শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ। সেখানে অ্যাকশনে দেখা যাবে রো-কো জুটিকে। তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে দলের দুই মহাতারকা— বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন কেএল রাহুল। তিনি স্বীকার করে নিলেন যে, দুই সিনিয়র ক্রিকেটারের অভিজ্ঞতা ড্রেসিংরুমে আত্মবিশ্বাস যোগাবে।

বিরাট ‘স্ট্রাইক রোটেট’-এর মাস্টার!

বিরাট কোহলির অনুশীলন প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে রাহুল জানান, কোহলি বরাবর সুপারহিট। অনুশীলনে নিজের ১০০ শতাংশ বরাবর দেন। স্ট্রাইক রোটেট করার দিকে কোহলির থাকে বিশেষ নজর, এমনটাই বলেন রাহুল। তাঁর কথায়, “ওয়ান ডে ক্রিকেটে বাউন্ডারির মতোই সিঙ্গলস গুরুত্বপূর্ণ। বিরাট সেই কাজে একজন মাস্টার। আমরা সকলে ওর কাছ থেকে শিখি। ও দলে ফিরে খুবই উৎসাহিত এবং ও উপস্থিতি সব সময়ই মূল্যবান।”

সিনিয়রদের গুরুত্ব বিশাল

রাহুল বলেন, “দলের যে কোনও পরিস্থিতিতে তাঁদের গুরুত্ব অপরিসীম। সিনিয়র খেলোয়াড়রা দলে থাকলে ড্রেসিংরুমের সকলে স্বাভাবিকভাবেই আরও অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করে। তাঁদের উপস্থিতি এবং অভিজ্ঞতা ড্রেসিংরুমের অনেক খেলোয়াড়কে সাহায্য করে এবং দলকেও সাহায্য করে। তাই তাঁরা এই সিরিজে ফেরায় আমরা সকলে সত্যিই খুশি।”

লক্ষ্য কেবল জয়

রাহুল স্পষ্টত জানিয়েছেন, যে এখন দলের মূল ফোকাস হচ্ছে ওডিআই সিরিজ জেতা। তিনি “জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাই আমরা সেই দিকেই মনোযোগ দিচ্ছি। এক সপ্তাহ আগে কী হয়েছে, তা ভুলে গিয়ে কালকের (পরের) ম্যাচের ওপর মনোযোগ দেওয়া এবং কীভাবে আমরা সকলে মিলে একটা ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারি, সেটা দেখা।”

জাডেজার প্রত্যাবর্তনেও স্বস্তি

মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবারের মতো অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ওডিআই ক্রিকেটে ফিরছেন। এই প্রসঙ্গে রাহুল বলেন, “জাড্ডু বারবার ভারতের জন্য কাজটি করে দেখিয়েছেন। তাঁর অভিজ্ঞতা আমাদের জন্য বিশাল।”

এ বার দেখার টেস্ট সিরিজে হারের ধাক্কা কাটিয়ে ওডিআইতে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত কেমন পারফর্ম করে।