Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: প্রথমবার দ্রাবিড়ের ক্লাসে, কী পরামর্শ পেলেন রিঙ্কু সিং?

India Tour of South Africa: অগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। তারপর অবশ্য রিঙ্কু হানঝাউ গিয়েছিলেন এশিয়ান গেমসের জন্য। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন রিঙ্কু। এ বার ভারতের জার্সিতে দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে খেলতে চলেছেন রিঙ্কু সিং। এই প্রথম বার ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে অনুশীলন করছেন রিঙ্কু।

Rinku Singh: প্রথমবার দ্রাবিড়ের ক্লাসে, কী পরামর্শ পেলেন রিঙ্কু সিং?
Rinku Singh: প্রথমবার দ্রাবিড়ের ক্লাসে, কী পরামর্শ পেলেন রিঙ্কু সিং? Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 4:44 PM

ডারবান: প্রোটিয়াদের বিরুদ্ধে রবিবার টি-২০ (T20) সিরিজ শুরু হবে ভারতের। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার বিদেশ সফরে গিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। অগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। তারপর অবশ্য রিঙ্কু হানঝাউ গিয়েছিলেন এশিয়ান গেমসের জন্য। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন রিঙ্কু। এ বার ভারতের জার্সিতে দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে খেলতে চলেছেন রিঙ্কু সিং। এই প্রথম বার ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে অনুশীলন করছেন রিঙ্কু। ১০ ডিসেম্বরে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচের আগে রিঙ্কু জানালেন দ্রাবিড়ের ক্লাসে তিনি কী শিখলেন। দ্য ওয়ালের থেকে কী পরামর্শ পেলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে দেখা গিয়েছে ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং দক্ষিণ আফ্রিকায় রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনুশীলন করার অভিজ্ঞতা জানিয়েছেন। রিঙ্কু সিং বলেন, ‘এখানকার আবহাওয়া অসাধারণ। এখানে আসার আগে আমরা একটু হেঁটে নিয়েছি। তারপর নেটে অনুশীলন করতে এসেছি। এই প্রথম বার আমি রাহুল দ্রাবিড়ের অধীনে অনুশীলন করলাম। এটা আমার কাছে একটা দারুণ অনুভূতি। তিনি আমাকে বলেছেন, আমি এতদিন যেভাবে খেলছিলাম সেটাই যেন করি। এবং দ্রাবিড় স্যার আমাকে বলেছেন, ৫ নম্বরে খেলা কঠিন কিন্তু আমি নিজের উপর যেন বিশ্বাস রাখি। ও নিজের ক্ষমতার উপর যেন আস্থা রাখি।’

দক্ষিণ আফ্রিকার পরিবেশ এবং সেখানকার উইকেট নিয়ে রিঙ্কুকে প্রশ্ন করা হলে তিনি বলেন,’দক্ষিণ আফ্রিকার পরিবেশ একেবারেই আলাদা। আজ আমি এখানে ব্যাটিং করলাম। বুঝতে পারলাম এখানে উইকেটে অতিরিক্ত বাউন্স রয়েছে। যা সাধারণত ভারতে থাকে না। এবং এখানে গতি সম্পন্ন উইকেট। আমি সেই গতির সঙ্গে তাল মিলিয়ে খেলার চেষ্টা করব।’

৫ নম্বর পজিশনে খেলা নিয়ে রিঙ্কু বলেন, ‘২০১৩ সাল থেকে আমি উত্তর প্রদেশের হয়ে খেলেছি। আমি সব সময় ৫ নম্বরেই ব্যাট করতাম। ওই পজিশনে ব্যাট করা কঠিন। কারণ তার আগে কয়েকটা উইকেট পড়ে যায়। তখন একটা পার্টনারশিপ গড়া প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমি নিজের মনোবল বাড়ানোর সবসময় চেষ্টা করতাম। আমি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, আবেশ খান, জীতেশ শর্মা, কুলদীপ যাদব একসঙ্গে থাকি। এক সঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ।’

দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রোটিয়া সফরে গিয়েছে সূর্যকুমার যাদবের ভারত। অজিদের বিরুদ্ধে ৫ ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন রিঙ্কু সিং। এ বার দেখার প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে রিঙ্কু কেমন পারফর্ম করেন।