AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jasprit Bumrah: সিলেক্টিভ আর স্মার্ট হতে হবে… ইংল্যান্ড সিরিজের আগে জসপ্রীত বুমরার মুখে কেন এমন কথা?

জসপ্রীত বুমরা সুদূরপ্রসারী ভাবছেন। ইংল্যান্ড সফর যেমন তাঁর মাথায় ঘুরছে, পাশাপাশি তিনি ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে চাইছেন।

Jasprit Bumrah: সিলেক্টিভ আর স্মার্ট হতে হবে… ইংল্যান্ড সিরিজের আগে জসপ্রীত বুমরার মুখে কেন এমন কথা?
Jasprit Bumrah: সিলেক্টিভ আর স্মার্ট হতে হবে… ইংল্যান্ড সিরিজের আগে জসপ্রীত বুমরার মুখে কেন এমন কথা?Image Credit: X
| Updated on: May 30, 2025 | 5:06 PM
Share

কলকাতা: বিশ্বের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সামনেই তাঁর বড় দায়িত্ব। মহম্মদ সামি ইংল্যান্ড সিরিজের জন্য ডাক পাননি। ফলে, ক্রিকেট মহলে আলোচনা চলছে যে, ফের একবার গুরুদায়িত্ব পাচ্ছেন জসপ্রীত বুমরা। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বড় দায়িত্ব। একে ইংল্যান্ডের মাটিতে ম্যাচ, তার উপর টেস্ট, সব মিলিয়ে এখন থেকেই স্ট্র্যাটেজি ঠিক করার চেষ্টা করছেন বুমরা। 

ভারতীয় টিম ম্যানেজমেন্ট জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজের দিকেও নজর রাখছে। যে কারণে নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৫টি ম্যাচের সবক’টাতে খেলবেন না বুমরা। যে ম্যাচই খেলার সুযোগ পান না কেন, বুমরা চাইছেন নিজের সবটা উজাড় করে দিতে। তিনি বলেন, ‘আমি চেষ্টা করি উপভোগ করার। কারণ, তার জন্যই আমি এই খেলাটা শুরু করেছিলাম। এক একটা দিন ধরে এগোতে হবে। আর স্মৃতি তৈরি করে যেতে হবে। খেলার শেষে সেটাই স্মৃতিতে থেকে যাবে।’

জসপ্রীত বুমরা সুদূরপ্রসারী ভাবছেন। ইংল্যান্ড সফর যেমন তাঁর মাথায় ঘুরছে, পাশাপাশি তিনি ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে চাইছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নিজের শরীরকে কীভাবে এবং কোন সময় কাজে লাগাতে হবে, তার জন্য মাঝে মাঝে একটু সিলেক্টিভ ও স্মার্ট হতে হবে। ক্রিকেটার হিসেবে আমি কখনও কিছু ছাড়তে চাই না। সব সময় এগিয়ে যেতে চাই। কিন্তু আমি লক্ষ্য নির্ধারণ করি না। কারণ, যখনই আমি লক্ষ্য নির্ধারণ করি, তা পূরণ করতে পারি না।’