IPL 2024 Retained & Released list: রিটেইন-রিলিজ়ের পর আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির অবস্থা কেমন, রইল তালিকা…
IPL 2024 Auction: রবিবার বিকেল থেকে ১০ দলের ক্রিকেট প্রেমীদের নজর ছিল টেলিভিশনের পর্দায় ও সোশ্যাল মিডিয়ায়। কোন দল কোন ক্রিকেটারকে ধরে রাখল, আর কোন দল কোন ক্রিকেটারকে ছেড়ে দিল তা জানার জন্য উৎসুক ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান হয় রবি-সন্ধ্যেতে। চব্বিশের আইপিএলের নিলামের আগে মোট ১৭৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে ১০ ফ্র্যাঞ্চাইজি। নিলামে আর ৭৭ জন ক্রিকেটারকে নিতে পারবে ১০টি দল।

IPL 2024 Retained & Released list: রিটেইন-রিলিজ়ের পর আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির অবস্থা কেমন, রইল তালিকা...
নয়াদিল্লি: হাতে আর এক মাসও নেই আইপিএল নিলাম হতে। তার মধ্যে রিটেনশন প্রক্রিয়া সম্পূর্ণ হল। রবিবার বিকেল থেকে ১০ দলের ক্রিকেট প্রেমীদের নজর ছিল টেলিভিশনের পর্দায় ও সোশ্যাল মিডিয়ায়। কোন দল কোন ক্রিকেটারকে ধরে রাখল, আর কোন দল কোন ক্রিকেটারকে ছেড়ে দিল তা জানার জন্য উৎসুক ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান হয় রবি-সন্ধ্যেতে। চব্বিশের আইপিএলের নিলামের আগে মোট ১৭৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে ১০ ফ্র্যাঞ্চাইজি। নিলামে আর ৭৭ জন ক্রিকেটারকে নিতে পারবে ১০টি দল। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন রিটেইন-রিলিজ়ের পর আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির অবস্থা কেমন, রইল তালিকা…
- কলকাতা নাইট রাইডার্সের রিটেইন করা ক্রিকেটাররা – নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লা গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সূয়াশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। *কলকাতা নাইট রাইডার্সের রিলিজ় করা ক্রিকেটাররা – সাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড উইজে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত কেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস।
- মুম্বই ইন্ডিয়ান্সের রিটেইন করা ক্রিকেটাররা – রোহিত শর্মা (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, স্যামস মুলানি, নেহাল ওয়াদেরা, জসপ্রীত বুমরা, কুমার কার্তিকেয়, পীযুষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমারিও শেফার্ড। *মুম্বই ইন্ডিয়ান্সের রিলিজ় করা ক্রিকেটাররা – আর্শাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘব গয়াল, জোফ্রা আর্চার, ত্রিস্টান স্টাবস, ডুয়ান জ্যানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরিডিথ, ক্রিস জর্ডন ও সন্দীপ ওয়ারিয়র।
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রিটেইন করা ক্রিকেটাররা – ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, রজত পাতিদার, রিস টপলি, উইল জ্যাকস, সূয়াশ প্রভুদেশাই, অনুজ রাওয়াত, মহিপাল লোমরোর, মনোজ ভান্ডাগে, করণ শর্মা, মায়াঙ্ক ডাগার, বিশাখ বিজয়কুমার, আকাশ দীপ, রাজন কুমার, হিমাংশু শর্মা। *রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রিলিজ় করা ক্রিকেটাররা – ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজলউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, সোনু যাদব, অভিনাশ সিং, সিদ্ধার্ধ কৌল ও কেদার যাদব।
- চেন্নাই সুপার কিংসের রিটেইন করা ক্রিকেটাররা – ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, তুষার দেশপান্ডে, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), দীপক চাহার, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, মুকেশ বরুণ, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, অজয় মন্ডল, মুকেশ চৌধুরি, সিমরজিৎ সিং, শেখ রশিদ, মিচেল স্যান্টনার। *চেন্নাই সুপার কিংসের রিলিজ় করা ক্রিকেটাররা – বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, অম্বাতি রায়ড়ু, সিসান্ডা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিং।
- দিল্লি ক্যাপিটালসের রিটেইন করা ক্রিকেটাররা – অভিষেক পোড়েল, অনরিখ নর্টজে, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ললিত যাদব, লুনগি এনগিডি, মিচেল মার্শ, মুকেশ কুমার, প্রবীণ দুবে, ঋষভ পন্থ, পৃথ্বী শ, সৈয়দ খালিল আহমেদ, ভিকি ওস্টওয়াল, যশ ধুল। *দিল্লি ক্যাপিটালসের রিলিজ় করা ক্রিকেটাররা – আমন সিং, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, মনীশ পাণ্ডে, মুস্তাফিজুর রহমান, ফিল সল্ট, প্রিয়ম গর্গ, রাইলি রোসো, রিপল প্যাটেল, রোভম্যান পাওয়েল ও সরফরাজ খান।
- সানরাইজার্স হায়দরাবাদের রিটেইন করা ক্রিকেটাররা – আব্দুল সামাদ, এইডেন মার্কব়্যাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপ্স, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল,আনমলপ্রীত সিং, উপেন্দ্র সিং যাদব, নীতীশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, সনভীর সিং,ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মার্কন্ডেয়, উমরান মালিক, ফজল হক ফারুকি। *সানরাইজার্স হায়দরাবাদের রিলিজ় করা ক্রিকেটাররা – হ্যারি ব্রুক, সমর্থ ভ্যাস, কার্তিক ত্যাগি, বিভ্রান্ত শর্মা,আকিল হোসেন, আদিল রশিদ।
- পঞ্জাব কিংসের রিটেইন করা ক্রিকেটাররা – শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরণ সিং, ম্যাথিউ শর্ট, হরপ্রীত ভাটিয়া, অথর্ব্য টাইডে, ঋষি ধাওয়ান,স্যাম করণ, সিকন্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনুর সিং ব্রার, শিভম সিং, রাহুল চাহার, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাডা, নাথান এলিস। *পঞ্জাব কিংসের রিলিজ় করা ক্রিকেটাররা – ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বলতেজ ধান্দা, রাজ অঙ্গত বাওয়া, শাহরুখ খান।
- গুজরাট টাইটান্সের রিটেইন করা ক্রিকেটাররা – ডেভিড মিলার, শুভমন গিল, ম্যাথিউ ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, নুর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জশ লিটল, মোহিত শর্মা। *গুজরাট টাইটান্সের রিলিজ় করা ক্রিকেটাররা – যশ দয়াল, শ্রীকার ভরত, শিবম মাভি, উর্ভিল প্যাটেল, প্রদীপ সাংওয়ান, ওডিন স্মিথ, আলজারি জোসেফ, দাসুন শানাকা।
- লখনউ সুপার জায়ান্টসের রিটেইন করা ক্রিকেটাররা – লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি’কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ার্স, দীপক হুডা, দেবদত্ত পাড়িক্কাল, রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকড়, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব ও মহসিন খান। *লখনউ সুপার জায়ান্টসের রিলিজ় করা ক্রিকেটাররা – জয়দেব উনাদকাট, ড্যানিয়েল স্যামস, মনন ভোরা, স্বপ্নিল সিং, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেডগে, করুণ নায়ার।
- রাজস্থান রয়্যালসের রিটেইন করা ক্রিকেটাররা – সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নভদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা আবেশ খান। *রাজস্থান রয়্যালসের রিলিজ় করা ক্রিকেটাররা – জো রুট, আব্দুল বসিত, জেসন হোল্ডার, আকাশ বশিষ্ট, কুলদীপ যাদব, ওবেদ ম্যাকয়, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফ।

মানি প্ল্যান্ট তাজা রাখতে জলের সঙ্গে মেশান এই জিনিস, তা হলেই...

জীবনে তাড়াতাড়ি সাফল্য চান? প্রেমানন্দ মহারাজের মতে এ কাজ করলেই...

জীবনের কোন কথা সব সময় লুকিয়ে রাখতে হয়? নিম করোলি বাবা বলেছেন...

বাড়িতে বাচ্চা থাকলে AC-র তাপমাত্রা কত রাখা উচিত? বিশেষজ্ঞ বলছেন...

আখের রস নাকি ডাবের জল, চাঁদিফাটা গরমে শরীরের জন্য কোনটা বেশি ভালো?

তরমুজ খেতে গিয়ে বীজ গিলে ফেলেছেন! জানেন শরীরে কী কাণ্ড ঘটতে পারে?