AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahmanullah Gurbaz Profile: কিং খানের কেকেআরের আফগান কাব্য লিখবেন গুরবাজ

KKR, IPL 2024: ২০২২ সালের আইপিএলে ইংল্যান্ডের জেসন রয়ের পরিবর্ত হিসেবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স দলে নিয়েছিল রহমানকে। সে বারই আইপিএল খেতাব জিতেছিল নতুন টিম গুজরাট। অবশ্য গুরবাজের আইপিএলে হাতেখড়ি বছর দুয়েক আগে গুজরাটে হয়নি। আরও একটা বছর অপেক্ষা করতে হয়েছে তাঁকে। কেকেআরে আসার পর তাঁর ভাগ্য বদলে যায়।

Rahmanullah Gurbaz Profile: কিং খানের কেকেআরের আফগান কাব্য লিখবেন গুরবাজ
কিং খানের কেকেআরের আফগান কাব্য লিখবেন গুরবাজImage Credit: KKR
| Updated on: Mar 21, 2024 | 7:10 AM
Share

কলকাতা: বয়স মাত্র ২২। এরই মধ্যে বাইশ গজে ছাপ ফেলতে শুরু করেছেন। আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার নজির গড়েছেন গত বছর। তিনি রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। কেকেআর (KKR) জার্সিতে গত বারের আইপিএলে (IPL) তিনি ছাপ ফেলেছিলেন। ২০২২ সালের আইপিএলে ইংল্যান্ডের জেসন রয়ের পরিবর্ত হিসেবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স দলে নিয়েছিল রহমানকে। সে বারই আইপিএল খেতাব জিতেছিল নতুন টিম গুজরাট। অবশ্য গুরবাজের আইপিএলে হাতেখড়ি বছর দুয়েক আগে গুজরাটে হয়নি। আরও একটা বছর অপেক্ষা করতে হয়েছে তাঁকে। কেকেআরে আসার পর তাঁর ভাগ্য বদলে যায়। তাঁকে ফর্মে দেখে এতটাই মুগ্ধ সুনীল গাভাসকর যে, ধোনির সঙ্গে তুলনা করে ফেলেছেন। বলেছেন, রহমান আগামী দিনে ধোনির মতো কিপার-ফিনিশার হতে পারেন।

২০২৩ সালের আইপিএলের আগে শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সে ট্রেডিংয়ে আসেন রহমানউল্লাহ গুরবাজ। ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরের জার্সিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। গত বারের আইপিএলে নাইটদের হয়ে ১১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের তরুণ উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তাতে ২২৭ রানও করেন। সর্বাধিক ৮১ রান। অল্প কয়েকদিনের মধ্যেই কেকেআরের হয়ে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন রহমানউল্লাহ। কেকেআরে তাঁর সতীর্থ রিঙ্কু সিং, নীতীশ রানাদের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন গুরবাজ।

৫ ফুট ৮ ইঞ্জির গুরবাজ ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের টিমে সুযোগ পেয়েছিলেন। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আফগানিস্তানের হয়ে সর্বাধিক রান করেন তিনি। আফগানদের অনূর্ধ্ব ১৯ দলে খেলার পর সিনিয়র টিমেও এন্ট্রি হয়েছে তাঁর। এ ছাড়া সারা বছর একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন গুরবাজ। ২০২১ সালে আফগানদের হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই টিমে সুযোগ পান তিনি। এক ধাপ করে এগোতে এগোতে তিনি দেশের হয়ে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপও খেলেছেন গুরবাজ। আফগান টিমের পরিচিত মুখ তিনি। আসন্ন আইপিএলে তাঁকে নাইট জার্সিতে সকলে দেখার অপেক্ষায় রয়েছে। ঠিক তা রপরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেখানেও খেলতে দেখা যাবে গুরবাজকে। এখনও অবধি দেশের হয়ে ১টি টেস্ট, ৪০টি ওডিআই এবং ৫২টি টি-২০ ম্যাচে খেলেছেন গুরবাজ। এই তিন ফর্ম্যাটে যথাক্রমে গুরবাজ করেছেন – ৫১, ১৪৬৭ ও ১৩৬৭ রান।