
আর এক মাস সময় বাকি রয়েছে আইপিএল শুরু হওয়ার। তার আগে প্রস্তুতি শুরু করে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২২ মার্চ ১৮তম আইপিএলের বোধন। (Photo credit: KKR Knight Club)

এ বছরের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর। ইতিমধ্যেই আইপিএলের জন্য মাঠে নেমে পড়লেন ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিংরা। (Photo credit: KKR Knight Club)

১৮তম আইপিএলের আগে কলকাতায় হবে কেকেআরের প্রস্তুতি শিবির। তার আগে আজ ২১ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে এক সপ্তাহের এক অনুশীলন শিবির শুরু হয়েছে নাইটদের। (Photo credit: KKR Knight Club)

২৮ ফেব্রুয়ারি অবধি নাইটদের এই প্রস্তুতি শিবির চলবে মায়ানগরীতে। টিমের ক্রিকেটারদের সঙ্গে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে স্পিন বোলিং কোচ কার্ল ক্রো-ও হাজির রয়েছেন। (Photo credit: KKR Knight Club)

কলকাতা নাইট রাইডার্সের এই মরসুম শুরুর আগের প্রস্তুতি শিবিরে দেখা যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিংদের। (Photo credit: KKR Knight Club)

বৈভব আরোরাকে দেখা গিয়েছে মনোযোগ সহকারে বোলিং অনুশীলন করছেন। তাঁর পাশাপাশি ক্যাম্পে দেখা গিয়েছে মায়াঙ্ক মার্কণ্ডেয়, লভনিথ সিসোদিয়াদেরও। (Photo credit: KKR Knight Club)

নাইট তরুণ ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশীকেও দেখা গিয়েছে নাইটদের অনুশীলনে। কেকেআরের যে ক্রিকেটাররা এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত নন, তাঁরা ওই প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। (Photo credit: KKR Knight Club)

কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন, ১২ মার্চ থেকে কলকাতাতে নাইটদের প্রস্তুতি শিবির শুরু হবে। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটাররাও চ্যাম্পিয়ন্স ট্রফির সফর শেষ করে নেবেন। ফলে আইপিএল শুরুর আগে দলের সকলের মধ্যে একটা বন্ডিংও তৈরি হয়ে যাবে বলে মনে করছেন চন্দ্রকান্ত। (Photo credit: KKR Knight Club)