ICC ODI World Cup 2023: বাবরের পাক ড্রেসিংরুমেও ভাঙন, বিস্ফোরক তথ্য দিলেন কে?
Ahmed Shehzad: হারের হ্যাটট্রিকের পর পাকিস্তানের হাল বেশ খারাপ। বিশ্বকাপের পর বাবরের ক্যাপ্টেন্সি থাকবে কিনা, তা নিয়েও চলছে কথা। জাতীয় দলের নতুন অধিনায়ক কাকে করা যায়, তা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে পাকিস্তান বোর্ড। এমন টালমাটাল অবস্থার মধ্যেই সামনে এসেছে আরও এক বিস্ফোরক তথ্য। পাক ক্রিকেটার শাহজাদ দাবি করেছেন, পাকিস্তানের ড্রেসিংরুমেও নাকি ভাঙন ধরেছে। দূরত্ব তৈরি হয়েছে ক্রিকেটারদের।
নয়াদিল্লি: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে টানা তিন ম্যাচে হার। পড়শি আফগানিস্তানের কাছে হেরে চাপে পাক শিবির। বাবর আজমের (Babar Azam) অধিনায়কত্ব, প্লেয়ারদের ফিটনেস সব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে। পাকিস্তান (Pakistan) যখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সামনে এল আরও এক বিস্ফোরক তথ্য়। জানা যাচ্ছে, পাকিস্তানের ড্রেসিংরুমেও উঠেছে দেওয়াল। যোগ্য সম্মান পাচ্ছেন না কিছু ক্রিকেটার। এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন পাকিস্তানের তারকা ব্য়াটার আহমেদ শাহজাদ। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হারের হ্যাটট্রিকের পর পাকিস্তানের হাল বেশ খারাপ। বিশ্বকাপের পর বাবরের ক্যাপ্টেন্সি থাকবে কিনা, তা নিয়েও চলছে কথা। জাতীয় দলের নতুন অধিনায়ক কাকে করা যায়, তা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে পাকিস্তান বোর্ড। এমন টালমাটাল অবস্থার মধ্যেই সামনে এসেছে আরও এক বিস্ফোরক তথ্য। পাক ক্রিকেটার শাহজাদ দাবি করেছেন, পাকিস্তানের ড্রেসিংরুমেও নাকি ভাঙন ধরেছে। দূরত্ব তৈরি হয়েছে ক্রিকেটারদের। কিছু ক্রিকেটারকে যথাযথ জায়গা দেওয়া হচ্ছে না। এক পাক সংবাদমাধ্য়মকে শাহজাদ বলেন, “বেশ কিছু প্লেয়াদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা দলে ঠিক মতো জায়গা পাচ্ছে না। অন্যান্যদের মতো তাদের কদর করছে না দল। কয়েকজন প্লেয়ারকে নিয়েই মাতামাতি করা হচ্ছে। বঞ্চিত হচ্ছে বাকিরা।”
স্পিনার উসামা মীরের ব্যাপারেও মুখ খুলেছেন শাহজাদ। তাঁর কথায়, “ওকে নেওয়ার কথা অনেক বার বলতে হয়েছে। ও ভালো স্পিনার। কিন্তু ওকে মাঠে নামানো হচ্ছে ১১ তম ওভারে। কিছু প্লেয়ারকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে বাকিরা গুরুত্ব পাচ্ছে না। এতে টিমের বাঁধন নষ্ট হচ্ছে” এই মুহূর্তে দলে আব্রার আহমেদের মতো স্পিনারের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন শাহজাদ। কিন্তু হাজার বলা সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট তাঁকে টিমে নেয়নি। এমনটাই জানাচ্ছেন শাহজাদ। পাকিস্তান ড্রেসিংরুমের অবস্থা যে ভালো নয়, প্লেয়াররা কথা কাটাকাটিতে জড়িয়েছেন, আগেও প্রকাশ্যে এসেছে। সেই সূত্র ধরেই শাহজাদ জানান, ক্রিকেটারদের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। আজ, শুক্রবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। অতীত ভুলে ম্য়াচে ফিরতে মরিয়া হয়ে উঠবেন শাহিন আফ্রিদিরা।