কলকাতা: দলের যেখানে প্রয়োজন, আমি সেই পজিশনে ব্যাটিং করব… কথাগুলো কেকেআরের নেতৃত্ব পেয়ে বলেছিলেন অজিঙ্ক রাহানে। এ বার যা পরিস্থিতি, তাতে ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) জমানায় কেকেআরে (KKR) এক বড় বদল হতে চলেছে। আর তা হল নাইটদের সবচেয়ে দামী ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) নিয়ে। আর একটু সহজ করে বললে, এই মরসুমে কেকেআরের ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারের জায়গা টিমে নিরাপদ নয়। কারণ?
RevSportz এর রিপোর্ট অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনে আর হয়তো নামতে দেখা যাবে না ভেঙ্কটেশ আইয়ারকে। ওই জায়গা দখল করতে চলেছেন কে? উঠে আসছে অধিনায়ক অজিঙ্ক রাহানের নাম। ফিল সল্ট নেই কেকেআরে। তাঁর জায়গায় ওপেনিংয়ে সুনীল নারিনের সঙ্গে দেখা যাবে কুইন্টন ডি’কককে। রাহানে অবশ্য ওপেনও করতে পারেন। কিন্তু আপাতত যা শোনা যাচ্ছে, তাতে নারিন-ডি’কক জুটিকেও ওপেনিংয়ে হয়তো দেখা যাবে। তিনে রাহানে। তা হলে ভেঙ্কটেশ নামবেন কত নম্বরে?
কেকেআরের হয়ে তিন নম্বরে কি লেগে গেল অজিঙ্ক রাহানে বনাম ভেঙ্কটেশ আইয়ার? ছবিটা পরিষ্কার হবে কটা দিন পরই। তবে শ্রেয়স আইয়ার যেহেতু নেই টিমে, তাই তাঁর জায়গায় অর্থাৎ অতীতে তিনি কেকেআরে চারে খেলেছেন, সেখানেই হয়তো ভেঙ্কটেশকে খেলতে দেখা যাবে। যদিও গত মরসুমে তিনেই সাবলীল দেখিয়েছিল ভেঙ্কটেশকে। তিনি ই পজিশনে ভালো খেলেছিলেনও। এ বার পজিশন বদলে গেলে তিনি কেমন খেলেন, সেদিকে নজর থাকবে সকলের।
Crushing it with every shot, our Vice Captain Venkatesh Iyer 🫡 💜 pic.twitter.com/WMfGq4GU9i
— KolkataKnightRiders (@KKRiders) March 8, 2025