
কলকাতা: জাতীয় দলে এবং মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। বুধ-সন্ধেয় যখন টেস্ট ক্রিকেটকে রোহিত শর্মা বিদায় জানান, সেই সময় ইডেন গার্ডেন্সে চলছিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের আইপিএল ম্যাচ। যার ফলে ম্যাচ চলাকালীন কেকেআর অধিনায়ক রাহানে হিটম্যানের টেস্ট থেকে অবসরের কথা জানতে পারেননি। ধোনির দলের বিরুদ্ধে ম্যাচের শেষে রাহানে জানতে পারেন রোহিতের টেস্ট অবসরের কথা। যা শুনে রীতিমতো চমকে যান রাহানে। তারপর কী বলেছেন নাইট নেতা?
ইয়েলো ব্রিগেডের বিরুদ্ধে ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে রাহানে বলেন, ‘আমি এই মাত্র জানতে পারলাম খবরটা। ওকে শুভেচ্ছা জানাতে চাই। টেস্ট ফর্ম্যাটে ও অসাধারণ খেলেছে। আমি ওর টেস্টে অবসরের কথা শুনে চমকে গিয়েছিলাম। আমি জানতাম না ও টেস্ট থেকে অবসর নিয়েছে। এ বার ওর যে পরিকল্পনাই থাকুক না কেন, আমি ওকে শুভেচ্ছা জানাতে চাই।’
সেখানেই থেমে না থেকে রাহানে আরও বলেন, ‘ও অসাধারণ প্লেয়ার। টেস্ট ব্যাটার হিসেবে ও নিজেকে অনেক উন্নতমানের করেছিল। কেরিয়ারের শুরুতে ও ৫-৬ নম্বরে ব্যাটিংয়ে নামত। পরের দিকে ওপেনিংয়ে সেট হয়। ওপেনিংয়ে ওর পারফরম্যান্স অসাধারণ। আমরা দেখেছি ও সব সময় খোলা মনে খেলে। দলের সকলকে খেলার স্বাধীনতা দেয়। নিজে যেভাবে স্বাধীন হয়ে খেলে ও চায় টিমের বাকিরাও যেন সেটাই করে। ড্রেসিংরুমে ফিরে হয়তো আমি ওকে ফোন করব। বা একটা মেসেজ করব ওকে। আপাতত ওর অসাধারণ টেস্ট কেরিয়ারের জন্য ওকে শুভেচ্ছা।’