AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Cricket: বঙ্গ ক্রিকেটে নির্বাচনী হাওয়া, বাজল ভোটের বাদ্যি

Cricket Association of Bengal: স্ট্র্যাটেজি তৈরি রাখছে সব পক্ষই। সোমবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে রীতিমতো ঝড় ওঠে। এই বৈঠকেই প্রাথমিক ভাবে সিএবির বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক হয়ে গেল।

Bengal Cricket: বঙ্গ ক্রিকেটে নির্বাচনী হাওয়া, বাজল ভোটের বাদ্যি
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Jul 01, 2025 | 2:36 PM
Share

কলকাতা: বঙ্গ ক্রিকেট সংস্থায় এখন নির্বাচনী হাওয়া। বেজে গেল ভোটের দামামা। জমি শক্ত করতে সব পক্ষই আসরে নেমেছে শেষ কয়েক মাস ধরে। জেলায় জেলায় সফরও করছেন ক্রিকেট কর্তারা। ভোটব্যাঙ্ক মজবুত করার রাস্তায় হাঁটলেও, নির্বাচন হবে নাকি সমঝোতা তা এখনও স্পষ্ট নয়। শেষ এক দশকের বেশি সময় ধরে বঙ্গ ক্রিকেটে নির্বাচন হয়নি। কেউ কেউ মনে করছেন, এবারও হয়তো সেই সম্ভাবনা কম। মোহনবাগান নির্বাচনের মতো সিএবিতেও শেষ মুহূর্তে আসন সমঝোতা হয়ে গেলে অবাক হওয়ার থাকবে না। তবে স্ট্র্যাটেজি তৈরি রাখছে সব পক্ষই। সোমবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে রীতিমতো ঝড় ওঠে। এই বৈঠকেই প্রাথমিক ভাবে সিএবির বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক হয়ে গেল।

সব কিছু ঠিকঠাক চললে হয়তো ২০ সেপ্টেম্বর হতে পারে সিএবির বার্ষিক সাধারণ সভা। তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছে, বাইপাসের ধারে এক হোটেলে এজিএম আয়োজিত হতে পারে। সিএবি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ৩০ অগস্ট বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আয়োজিত হবে।

সূত্রের খবর, সিএবির বৈঠক এদিন উত্তাল হয়ে ওঠে কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীকে নিয়ে। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি সিএবির কোষাধ্যক্ষর বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও টাকা আত্মসাতের অভিযোগ করেছে উয়াড়ি ক্লাবের একাংশ সদস্য। আইনি পথেও হেঁটেছে সেই ক্লাবের কয়েকজন সদস্য। অভিযোগ উঠেছিল, সিএবির কোষাধ্যক্ষ থাকাকালীনও উয়াড়ি ক্লাবের সচিব পদ ছাড়েননি প্রবীর। এমনকি ক্লাবকে দেওয়া অনুদানের টাকা আত্মসাতের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, আইনি পথে যখন তদন্ত চলছে, নিরাপেক্ষতার স্বার্থে কেন তাঁকে সাময়িক ভাবে তাঁকে বরখাস্ত করা হয়নি তা নিয়ে প্রশ্ন ওঠে অ্যাপেক্সের বৈঠকে।

বিষয়টি আপাতত এথিক্স অফিসার ও ওম্বুডসম্যানের বিচারাধীন, এই কথা জানিয়ে বৈঠক শান্ত করার চেষ্টা করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝা। ১৯ জুলাই ওম্বুডসম্যান শুনানি ডেকেছেন। তার আগে ৫ জুলাই এই বিষয়টি দেখবেন এথিক্স অফিসার।