Watch Video: প্রথম বার ক্যামেরার সামনে, জুনিয়র হিটম্যানকে দেখে অনুষ্কা যা করলেন…

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-কিউয়ি ম্যাচে দুবাইতে অনুষ্কাকে দেখা গিয়েছে রোহিতের স্ত্রী ঋতিকার পাশে দাঁড়িয়ে থাকতে। আর সেই সময় ঋতিকার কোলে ছিল তাঁর ও রোহিতের ছেলে আহান। ছোট্ট আহানকে দেখে অনুষ্কা যা করেছেন, সেই ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

Watch Video: প্রথম বার ক্যামেরার সামনে, জুনিয়র হিটম্যানকে দেখে অনুষ্কা যা করলেন...
Watch Video: প্রথম বার ক্যামেরার সামনে, জুনিয়র হিটম্যানকে দেখে অনুষ্কা যা করলেন...Image Credit source: X

Mar 02, 2025 | 8:18 PM

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচে দুবাইয়ের গ্যালারিতে ছিলেন না বিরাটপত্নী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। আজ, রবিবার মরুশহরে ভারত-নিউজিল্যান্ড (IND vs NZ) ম্যাচ দেখতে গিয়েছেন বলিউড তারকা অনুষ্কা। বিরাট কোহলির মাইলস্টোন ম্যাচ। অনুষ্কা মিস করতে চাননি। কিন্তু সেখানে পৌঁছে হতাশ হয়েছেন অনুষ্কা। কারণ কেরিয়ারের ৩৫০তম ওডিআই ম্যাচে বিরাটের ব্যাট জ্বলে ওঠেনি। করেন ১১ রান। কোহলি আউট হতেই হতাশা প্রকাশ করতে দেখা যায় অনুষ্কাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। পাশাপাশি আর একটি ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়। যেখানে অনুষ্কাকে দেখা গিয়েছে রোহিতের স্ত্রী ঋতিকার পাশে দাঁড়িয়ে থাকতে। আর সেই সময় ঋতিকার কোলে ছিল তাঁর ও রোহিতের ছেলে আহান। ছোট্ট আহানকে দেখে অনুষ্কা যা করেছেন, সেই ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

এক্সে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে রোহিতের স্ত্রী ঋতিকার পাশে দাঁড়িয়ে জুনিয়র হিটম্যানকে দেখে হাসতে থাকেন অনুষ্কা শর্মা। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9Bangla। ওই ভিডিয়োতে খুব পরিষ্কার করে রোহিত-ঋতিকার ছেলের মুখ দেখা যায়নি। তারপরও এই প্রথম বার ক্যামেরার সামনে আহান।

দুবাইয়ের গ্যালারিতে ‘বেবি’জ ডে আউট। খানিকটা এমন বলাই যায়। কারণ নেটদুনিয়ায় ভাইরাল হওয়া আর এক ভিডিয়োতে দেখা গিয়েছে, ঋতিকার কোলে ছোট্ট আহান। পাশে সামাইরা। ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি TV9Bangla।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ নভেম্বরে রোহিত শর্মা ও ঋতিকা সজদের দ্বিতীয় সন্তান আহানের জন্ম। ছেলের জন্মের সময় স্ত্রী ঋতিকার পাশে থাকার জন্য রোহিত গত বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ খেলেননি।