AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Tendulkar: অর্জুন তেন্ডুলকরকে নিয়ে চিন্তায় প্রীতি জিন্টা! কী কারণে সচিনপুত্রর জন্য উদ্বেগ?

Preity Zinta on Arjun Tendulkar: সচিনকন্যা সারার সঙ্গে বন্ধুত্ব রয়েছে সানিয়ার। দু-জনের একসঙ্গে নানা ছবিও দেখা গিয়েছে। ভাইয়ের হবু স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক সারার। এর মাঝেই একটা বিষয় উঠে আসছে। অর্জুনকে নিয়ে পঞ্জাব কিংস কর্ণধার তথা বলিউড তারকা প্রীতি জিন্টার উদ্বেগ।

Arjun Tendulkar: অর্জুন তেন্ডুলকরকে নিয়ে চিন্তায় প্রীতি জিন্টা! কী কারণে সচিনপুত্রর জন্য উদ্বেগ?
Image Credit: INSTAGRAM
| Updated on: Aug 14, 2025 | 3:44 PM
Share

সদ্য বাগদানের খবর প্রকাশ্যে এসেছে। যদিও সরকারি ভাবে দুই পরিবারের তরফে ঘোষণা হয়নি। কথা হচ্ছে তেন্ডুলকর এবং ঘাই পরিবারের কথা। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তাঁর একমাত্র পুত্র অর্জুনের বাগদান হয়েছে সানিয়া চান্দোকের সঙ্গে। মুম্বইয়ের উদ্যোগপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া। দুই পরিবার আগে থেকেই পরিচিত। সচিনকন্যা সারার সঙ্গে বন্ধুত্ব রয়েছে সানিয়ার। দু-জনের একসঙ্গে নানা ছবিও দেখা গিয়েছে। ভাইয়ের হবু স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক সারার। এর মাঝেই একটা বিষয় উঠে আসছে। অর্জুনকে নিয়ে পঞ্জাব কিংস কর্ণধার তথা বলিউড তারকা প্রীতি জিন্টার উদ্বেগ।

অর্জুন ও সানিয়ার বাগদানের খবর প্রকাশ্যে আসতেই অনেকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই কিছুটা যেন চিন্তিতও! অর্জুনের বয়স কম, মাত্র ২৫। এখনই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু কতটা সঠিক সিদ্ধান্ত এই নিয়ে জোর আলোচনা। তবে প্রীতি জিন্টার বিষয়টি ছিল অন্য কারণে। ক্রিকেট কেরিয়ারে এখনও প্রতিষ্টিত বলা যায় না অর্জুন তেন্ডুলকরকে। ঘরোয়া ক্রিকেটে মুম্বইতে সুযোগ না পাওয়ায় গোয়ায় পাড়ি দিয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সে থাকলেও হাতে গোনা ম্যাচ খেলেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৩ সালের সংস্করণের কথা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন মুম্বইয়ের তরুণ বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন। যদিও পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। যা নিয়ে পঞ্জাব কর্ণধার প্রীতি জিন্টা উদ্বিগ্ন ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন, ‘আশা করি ও ঘুরে দাঁড়াবে। আমি এই তরুণ ক্রিকেটারকে নিয়ে উদ্বিগ্ন। ওকে আমি বাচ্চা ছেলেই মনে করি। ওর পদবী তেন্ডুলকর বলে নয়। আমি জানি, ও দারুণভাবে কামব্যাক করবে। আশা করি ওকে নিয়ে কেউ অযথা বিদ্রুপ করবেন না। প্রত্যেকের সঙ্গেই হতে পারে, একটা ম্যাচ খারাপ যেতেই পারে।’