Arjun Tendulkar: রঞ্জি ট্রফিতে উজ্জ্বল সচিন-পুত্র, গোয়ার জার্সিতে প্রথমবার ৫ উইকেট অর্জুন তেন্ডুলকরের
Ranji Trophy 2024-25: গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকাডেমির মাঠে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন ২৫ বছরের অর্জুন তেন্ডুলকর। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর প্রথম ফাইফার।
কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) জ্বলে উঠলেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকাডেমির মাঠে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন ২৫ বছরের অর্জুন। ২০২২ সালে গোয়ার জার্সিতে প্রথম শ্রেণির ক্রিকেটে সচিনের ছেলের অভিষেক হয়েছিল। বাঁ হাতি বোলার অর্জুন প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম বার ফাইফার নিলেন।
অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অর্জুন ৯ ওভারে ২৫ রান করে তোলেন ৫ উইকেট। সেখানে ছিল ৩টি মেডেন ওভারও। কেরিয়ারের ১৭তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে এই প্রথম বার ৫ উইকেটের মালিক হলেন অর্জুন। তাঁর এই ইনিংসের সুবাদে অরুণাচল প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৮৪ রানে। দুই ওপেনার সহ টপ অর্ডারের প্রথম পাঁচ ক্রিকেটারের উইকেট তুলে নিয়েছেন অর্জুন।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অরুণাচল ক্যাপ্টেন। দ্বিতীয় ওভারেই ওপেনার নবম হাচংকে (০) ফেরান অর্জুন। এরপর ওপেনার ওবি ও চিন্ময় মিলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ১২তম ওভারে সেই জুটি ভাঙেন সচিন-পুত্র। তুলে নেন জোড়া উইকেট। এরপর ১৪তম ওভারে ফের এক শিকার তাঁর। ১৮তম ওভারের প্রথম বলে মোজিকে ফিরিয়ে ফাইফার পূরণ করেন অর্জুন। তিনি ৫ উইকেট নেওয়ার পর অরুণাচলের স্কোরকার্ড ছিল ৩৬-৫। সেখান থেকে আর ৪৮ রান যোগ করেন অরুণাচলের ক্রিকেটাররা। অর্জুন তেন্ডুলকর ছাড়া এই ম্যাচে তিন উইকেট নিয়েছেন মোহিত ও ২ উইকেট পিন্টোর।
রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে গোয়া ও অরুণাচল প্রদেশের এই ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি ম্যাচে অর্জুন নিয়েছিলেন ৩২টি উইকেট। এই ফর্ম্যাটে ব্যাট হাতেও ভালোই খেলেছেন তিনি। ১৬ ম্যাচে অর্জুন করেন ৫৩২ রান। যেখানে রয়েছে ১টি সেঞ্চুরি, ২টি হাফসেঞ্চুরি।