Rohit Sharma: এশিয়া কাপ ফাইনালে নেমেই সচিন-দ্রাবিড়দের এলিট গ্রুপ প্রবেশ রোহিতের

Asia Cup 2023 Final: কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপের ফাইনাল। রবিবাসরীয় এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি টিম ইন্ডিয়া ও লঙ্কানরা। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গত বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক দাসুন শানাকা। এদিকে এশিয়া কাপের ফাইনালে নেমেই এক কীর্তি গড়েছেন রোহিত শর্মা।

Rohit Sharma: এশিয়া কাপ ফাইনালে নেমেই সচিন-দ্রাবিড়দের এলিট গ্রুপ প্রবেশ রোহিতের
এশিয়া কাপ ফাইনালে নেমেই সচিন-দ্রাবিড়দের এলিট গ্রুপ প্রবেশ রোহিতেরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 5:55 PM

কলম্বো: এশিয়া সেরার তাজ পাবে কোন টিম? আজই তা জানা যাবে। ক্রিকেট প্রেমীদের আজ চোখ কলম্বোতে হওয়া রবিবাসরীয় এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final)। একদিকে রোহিত শর্মার ভারত এবং অন্যদিকে গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে বৃষ্টির আশঙ্কা রয়েছে। অবশ্য নির্ধারিত সময়ে টস হয়েছে। কিন্তু তারপরই শুরু হয় বৃষ্টি। তাই বিকেল ৩টের জায়গায় ৩.৪০ মিনিটে শুরু হয়েছে এশিয়া কাপের ফাইনাল। এদিকে এশিয়া কাপের ফাইনালে নেমেই সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়দের এক এলিট গ্রুপে প্রবেশ করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কোন কীর্তি গড়লেন হিটম্যান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কলম্বোয় আজ এশিয়া কাপের ফাইনালে নেমে কোন রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক?

আসলে আজ আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ২৫০তম ম্যাচ খেলতে নেমেছেন রোহিত শর্মা। তাঁর আগে আটজন ভারতীয় ক্রিকেটার ওডিআইতে ২৫০ টি ম্যাচ খেলেছেন।

এক ঝলকে দেখে নিন ওডিআইতে ২৫০ ও তার বেশি ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটারদের তালিকা —

  1. সচিন তেন্ডুলকর – ৪৬৩টি ওডিআই
  2. মহেন্দ্র সিং ধোনি – ৩৪৭টি ওডিআই
  3. রাহুল দ্রাবিড় – ৩৪০টি ওডিআই
  4. মহম্মদ আজহারউদ্দিন – ৩৩৪টি ওডিআই
  5. সৌরভ গঙ্গোপাধ্যায় – ৩০৮টি ওডিআই
  6. যুবরাজ সিং – ৩০১টি ওডিআই
  7. বিরাট কোহলি – ২৮০টি ওডিআই*
  8. অনিল কুম্বলে – ২৬৯টি ওডিআই
  9. রোহিত শর্মা – ২৫০টি ওডিআই*

এর আগে ২৪৯টি ওডিআইতে রোহিত শর্মা করেছেন ১০ হাজার ৩৭ রান। গড় ৪৮.৬৯। ওডিআইতে রোহিত শর্মার সর্বাধিক রান ২৬৪। যা আবার সারা বিশ্বে ৫০ ওভারের ক্রিকেটে কোনও ব্যাটারের করা সেরা রান। ২০১৪ সালের ১৩ নভেম্বর ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন রোহিত শর্মা। এ ছাড়া ওডিআইতে তিনটি ডাবল সেঞ্চুরি করা এক মাত্র ক্রিকেটারও রোহিত শর্মা।

ভারত অধিনায়ক রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে সবচেয়ে বেশি ছয় (২৮৬) মারার রেকর্ড। ওডিআইতে তাঁর নামের পাশে রয়েছে ৩০টি শতরান এবং ৫১টি অর্ধশতরান। সম্প্রতি ওডিআইতে আরও এক মাইলস্টোন স্পর্শ করেছেন রোহিত। ৫০ ওভারের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন তিনি।