Asia cup 2025 Final IND VS PAK Match Result: পাকিস্তানকে হারানো বাঁ হাতের খেল, ষষ্ঠীতেই ‘নবমী’ ভারতের

Asia cup 2025 Final IND VS PAK Match Highlights: গত তিনটির মধ্যে ফাইনাল কিছুটা জমল। এর কারণ হতে পারে ভারতীয় ব্যাটারদের তাড়াহুড়ো। পাওয়ার প্লে-তে উইকেট হারানো। লো-স্কোরিং ম্যাচে সাময়িক চাপে পড়লেও বাঁ হাতের খেল ভারতের। ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ভারতের।

Asia cup 2025 Final IND VS PAK Match Result: পাকিস্তানকে হারানো বাঁ হাতের খেল, ষষ্ঠীতেই নবমী ভারতের
Image Credit source: PTI

Sep 29, 2025 | 12:35 AM

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। রেকর্ড নবম ট্রফি জিতল টিম ইন্ডিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এ বার অপরাজিত চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে সব ম্যাচ জিতেছে ভারত। ক্যাচ মিস, মিডল অর্ডার ব্যাটিংয়ে সমস্যা, সব অতীত। পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতল ভারত। এশিয়া কাপে এ বার বলা যায়, ভারত ৩-০ পাকিস্তান। ফুটবলের মতোই স্কোর! গ্রুপ পর্বে পাকিস্তানকে একপেশে ম্যাচে হারিয়েছিল ভারত। সুপার ফোরেও দাপুটে জয় টিম ইন্ডিয়ার। এরপর ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল। গত তিনটির মধ্যে ফাইনাল কিছুটা জমল। এর কারণ হতে পারে ভারতীয় ব্যাটারদের তাড়াহুড়ো। পাওয়ার প্লে-তে উইকেট হারানো। লো-স্কোরিং ম্যাচে সাময়িক চাপে পড়লেও বাঁ হাতের খেল ভারতের। ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ভারতের।

প্রথম দু-ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করার পর সূর্যকুমার যাদব কোটি কোটি টাকার মন্তব্য করেছিলেন। পাকিস্তানের এক সাংবাদিকের প্রশ্নে পরিষ্কার বলেন, ভারত-পাক ম্যাচকে আর চিরপ্রতিদ্বন্দ্বিতা না বলাই ভালো। এর কারণ হিসেবে, একপেশে রেজাল্টকেই তুলে ধরেছিলেন। এদিন যেন ম্যাচটা একটু রোমাঞ্চকর করার চেষ্টা। প্রতিপক্ষকে একেবারে না মেরে ধীরে ধীরে হতাশায় ডুবিয়ে দেওয়া।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত সূর্যর। কিন্তু পাকিস্তানের ওপেনিং জুটি অস্বস্তিতে রেখেছিল। সূর্যর ক্যাপ্টেন্সি প্রতি ম্যাচেই নজর কেড়েছে। এই ম্যাচেও তাঁর অন্যথা হল না। বোলারদের দারুণ ভাবে ব্যবহার করলেন। কুলদীপ যাদবের ঝুলিতে চার উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ মানেই ব্যতিক্রমী পারফরম্যান্স থাকে কুলদীপের। ফাইনালেও অন্যথা হল না। সঙ্গ দিলেন বরুণ-বুমরা-অক্ষর প্যাটেল। ১১৩-১ থাকা পাকিস্তানকে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে দেয় ভারত।

পাকিস্তানকে হারানো যে বাঁ হাতের খেল, তা দেখিয়ে দিলেন ভারতের বাঁ হাতি ব্যাটাররা। বিশেষ করে বলতে হয় তিলক ভার্মা ও শিবম দুবের কথা। তিলক ফাইনালের মঞ্চে ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেললেন। শিবম দুবে ২২ বলে ৩৩ করেন। আর উইনিং রান যাঁর ব্যাটে! সেই রিঙ্কু সিংও তো বাঁ হাতি ব্যাটার! পাকিস্তানকে হারানো সত্যিই বাঁ হাতের খেল।