Asia cup 2025 IND vs OMA Highlights: তিনে তিন, ২১ রানে জয়; হ্যাটট্রিক করে সুপার ফোরে ভারত

Asia cup 2025 India vs Oman Live Score in Bengali: ভারতীয় দল এই ম্যাচে কিছু পরীক্ষার পথে হাঁটতে পারে। মনে করা হচ্ছে, জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। তেমনই ব্যাটিং অর্ডারেও নানা অদলবদল হতে পারে। এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বে ভারত বনাম ওমান (India vs Oman) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।

Asia cup 2025 IND vs OMA Highlights: তিনে তিন, ২১ রানে জয়; হ্যাটট্রিক করে সুপার ফোরে ভারত
Image Credit source: TV9 Bangla Graphics

Sep 20, 2025 | 12:11 AM

এশিয়া কাপে টানা তিন ম্যাচে জয় ভারতের (Indian Cricket Team)। রবিবার সুপার কাপ অভিযান শুরু। তার আগে গ্রুপের শেষ ম্যাচে নেমেছিল ভারতীয় দল। আজ ভারতের প্রতিপক্ষ ছিল ওমান। যে কোনও ফর্ম্যাটেই প্রথম বার মুখোমুখি হল দু-দল। কাগজে কলমে ওমান অনেকটাই পিছিয়ে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর টিমের বিরুদ্ধে লড়াই। কিন্তু পারফরম্যান্সে নজর কাড়ল বিশ্ব ক্রমতালিকায় ২০ নম্বরে থাকা ওমান টিম। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে নজর কাড়লেন ওমান বোলাররা। তেমনই ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি আমির কলীম ও হামাদ মির্জার। ভারতীয় দল এই ম্যাচে পরীক্ষার পথে হেঁটেছিল। জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। বোলিং অবশ্য চিন্তায় রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম ওমান (India vs Oman) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 20 Sep 2025 12:07 AM (IST)

    IND vs OMA Live Score: ম্যাচ রিপোর্ট

    শনিবার শুরু সুপার ফোর পর্ব। রবিবার সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান। তার আগে ওমান ম্যাচে চিন্তায় রাখল বোলিং। বিস্তারিত ম্যাচ রিপোর্ট পড়ুন: জিতেও চিন্তা বিশ্বচ্যাম্পিয়নদের, ওমান ম্যাচে বোলিংয়ে হতাশা

  • 19 Sep 2025 11:57 PM (IST)

    IND vs OMA Live Score: প্রথম ভারতীয়

    ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেটের নজির গড়লেন অর্শদীপ সিং। ওমানের বিরুদ্ধে শেষ ওভারে এই মাইলস্টোনে অর্শদীপ।

  • 19 Sep 2025 11:44 PM (IST)

    IND vs OMA Live Score: ক্যাচ!

    বাউন্ডারি লাইনে অনেকটা দৌড়ে দুর্দান্ত ক্যাচ হার্দিক পান্ডিয়ার। এই ক্য়াচের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অবিশ্বাস্য বললেও কম। অবশেষে ফিরলেন আমির কলীম। ৪৬ বলে ৬৪ রানের প্রশংসনীয় ইনিংস।

  • 19 Sep 2025 11:29 PM (IST)

    IND vs OMA Live Score: স্বপ্নের রাত

    ওমান প্লেয়ারদের জন্য স্বপ্নের রাত। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স। স্বপ্নের ইনিংস ওপেনার আমির কলীমের। ৩৮ বলে হাফসেঞ্চুরি।

  • 19 Sep 2025 10:56 PM (IST)

    IND vs OMA Live Score: জোড়া রিভিউয়ের পর…

    প্রথমে অনফিল্ড সিদ্ধান্ত ছিল আউটের, রিভিউয়ে তা বদলায়। এরপর একটা রিভিউ ভারতের। জোড়া ডিআরএসের পর কুলদীপের ঝুলিতে প্রথম উইকেট। প্লেড অন ওমান ক্যাপ্টেন যতীন্দর সিং।৫৬ রানে প্রথম সাফল্য।

  • 19 Sep 2025 10:42 PM (IST)

    IND vs OMA Live Score: পাওয়ার প্লে

    পাওয়ার প্লে শেষ। একটিও উইকেট নিতে পারেননি ভারতীয় বোলাররা। পাওয়ার প্লে-তে ৪৪ রান ওমানের। পাকিস্তানের চেয়ে বেশি চ্যালেঞ্জ করছে ওমান, আপাতত বলাই যায়।

  • 19 Sep 2025 10:07 PM (IST)

    IND vs OMA Live Score: বোলারদের পরীক্ষা

    ব্যাটিং প্র্যাক্টিস শেষ, এ বার বোলারদের পরীক্ষা। বিশেষ করে হর্ষিত রানা ও অর্শদীপ সিংয়ের জন্য। অর্শদীপের কাছে রেকর্ডের সুযোগও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ উইকেট রয়েছে তাঁর। ভারতের প্রথম বোলার হিসেবে একশো উইকেটের সামনে।

  • 19 Sep 2025 09:47 PM (IST)

    IND vs OMA Live Score: স্কাই আর নামলেন না

    অন্যান্যদের সুযোগ দেওয়ায় নজর ছিল। সূর্যকুমার যাদব ব্যাটিংয়েই নামলেন না। লোয়ার অর্ডারে হর্ষিত রানার ক্যামিও দেখা গেল। ওমানকে ১৮৯ রানের টার্গেট দিল ভারত। তবে ক্রিকেট প্রেমীদের হতাশা, স্কাইয়ের ব্য়াটিং দেখার সুযোগ মিলল না।

  • 19 Sep 2025 09:29 PM (IST)

    IND vs OMA Live Score: সুযোগের হাফসেঞ্চুরি

    একাদশে সুযোগ পেলেও ব্য়াটিংয়ে এলেন আজ। তাও নতুন মাঠ এবং নতুন পজিশনে। সুযোগ কাজে লাগালেন সঞ্জু স্যামসন। ওমানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পার। এখনও ভারতের দুশোর সম্ভাবনা রয়েছে।

  • 19 Sep 2025 09:15 PM (IST)

    IND vs OMA Live Score: সাতেও নন সূর্য!

    কেরিয়ারে কখনও পাঁচের নীচে ব্যাটিং করেননি ক্য়াপ্টেন সূর্যকুমার যাদব। ওমানের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারের নানা বদল হয়েছে। পরপর অক্ষর ও শিবমের উইকেট। সাতে এলেন তিলক ভার্মা।

  • 19 Sep 2025 08:57 PM (IST)

    IND vs OMA Live Score: আক্ষেপ মেটাচ্ছেন সঞ্জু

    প্রথম দু-ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। সেই আক্ষেপ মিটিয়ে নিচ্ছেন সঞ্জু স্যামসন। ওমানের বিরুদ্ধে তিনে নামানো হয়। শুরুতে কিছুটা সময় নেন। এরপর হাত খুলতে শুরু করেন। ব্যাটের সুইট স্পটে বেশ কিছু ডেলিভারি। হাফসেঞ্চুরির প্রত্যাশা সঞ্জুর ব্যাটে।

  • 19 Sep 2025 08:45 PM (IST)

    IND vs OMA Live Score: হার্দিক হতাশা

    প্রথম দু-ম্যাচে ব্যাট হাতে নামার প্রয়োজন পড়েনি। ওমানের বিরুদ্ধে চারে পাঠানো হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। যদিও ইনিংস দীর্ঘ স্থায়ী হল না। সঞ্জুর স্ট্রেট ড্রাইভ। কট অ্যান্ড বোল্ডের সুযোগ মিস হয়। যদিও বল বোলারের হাতে লেগে উইকেট ভাঙে। হার্দিক তখন বাইরে। ননস্ট্রাইকার প্রান্তে রান আউট হার্দিক। ক্রিজে অক্ষর প্যাটেল।

  • 19 Sep 2025 08:42 PM (IST)

    IND vs OMA Live Score: অভিষেক ইতি

    বিধ্বংসী ব্যাটিং করছিলেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে আরও একটা হাফসেঞ্চুরির প্রত্যাশা ছিল। যদিও গতিতে পরাস্থ হলেন। অফস্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি। কট বিহাইন্ড অভিষেক। ১৫ বলে ৩৮ রানে ফিরলেন।

  • 19 Sep 2025 08:35 PM (IST)

    IND vs OMA Live Score: পাওয়ার প্লে আপডেট

    শুরুতেই শুভমন গিলের উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। প্রথম দু-ম্যাচের তুলনায় মন্থর শুরু। যদিও অভিষেক শর্মার তাণ্ডবে পাওয়ার ফুল পাওয়ার প্লে ভারতের। শুভমনের উইকেট হারিয়ে ৬০ রান তুলে নিয়েছে ভারত। ১৪ বলে ৩৮ অভিষেকের।

  • 19 Sep 2025 08:27 PM (IST)

    IND vs OMA Live Score: বাউন্ডারি বর্ষা!

    অভিষেক শর্মা প্রথম দু-ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। ওমানের বিরুদ্ধেও তার অন্য়থা হল না। তবে সঞ্জু স্যামসন তুলনামূলক শান্ত। প্রথম দু-ম্যাচে খেলানো হলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। আবু ধাবির পরিবেশে সময়ও প্রয়োজন।

  • 19 Sep 2025 08:11 PM (IST)

    IND vs OMA Live Score: স্বপ্নের ডেলিভারি!

    ওমানের বাঁ হাতি পেসার ফৈজলের জন্য স্বপ্নের ডেলিভারি। শুভমন গিলের অফস্টাম্প ছিটকে দিলেন। মন্থর শুরু ভারতের।

  • 19 Sep 2025 07:56 PM (IST)

    IND vs OMA Live Score: উন্মাদনা তুঙ্গে

    ভারতের কাছে নিয়মরক্ষার ম্যাচ। ওমানের কাছে শক্তি প্রদর্শনের। তবে আবু ধাবির ক্রিকেট প্রেমীদের কাছে নিয়মিত ভারতের খেলা দেখার সুযোগ হয় না। মাঠে প্রচুর সমর্থক হাজির। ওমানেরও কিছু সমর্থক রয়েছেন।

  • 19 Sep 2025 07:35 PM (IST)

    IND vs OMA Live Score: বরুণ-বুমরা বিশ্রামে!

    জসপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে, এমন প্রত্যাশা ছিলই। সেটাই হল। ওমানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হল জসপ্রীত বুমরাকে। পাশাপাশি মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীও বিশ্রামে। পরিবর্তে একাদশে হর্ষিত রানা ও অর্শদীপ সিং।

  • 19 Sep 2025 07:21 PM (IST)

    IND vs OMA Live Score: যুবি-ডে!

    ২০০৭ সালের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ মনে পড়ে? আজকের দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং। ছয় ছক্কা মেরেছিলেন যুবি।

  • 19 Sep 2025 07:05 PM (IST)

    IND vs OMA Live Score: মাইলস্টোন

    ভারতীয় দলের জন্য মাইল ফলকের ম্যাচ। এশিয়া কাপে আজ ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের এটি আড়াইশোতম ম্যাচ।

  • 19 Sep 2025 06:30 PM (IST)

    IND vs OMA Live Score: প্রথম বার…

    প্রথম বার মুখোমুখি ভারত ও ওমান। প্রথম দুটি ম্যাচ দুবাইতে খেলেছে ভারত। আজকের ম্যাচটি আবু ধাবিতে। ভারতের কাছে কিছুটা নতুন পরিবেশ। ম্যাচ প্রিভিউ বিস্তারিত পড়ুন: ব্যাটারদের সুযোগ দেওয়ায় নজর, হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত