AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia cup 2025 Final IND VS PAK Live Streaming: তৃতীয় ভারত-পাকিস্তান ডে! ফাইনালের বিস্তারিত রইল

Asia cup 2025 Final India vs Pakistan Live Streaming: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ম্যাচগুলি হয়েছে দুবাই এবং আবু ধাবিতে। ভারতের ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচগুলিতে সেই অর্থে দর্শক হয়নি। তবে ভারত-পাক ম্যাচ পৃথিবীর যে প্রান্তেই হোক, মাঠ ভরবেই। নজর থাকবে টেলিভিশন, মোবাইলেও। সে বিষয়েই জেনে নেওয়া যাক বিস্তারিত।

Asia cup 2025 Final IND VS PAK Live Streaming: তৃতীয় ভারত-পাকিস্তান ডে! ফাইনালের বিস্তারিত রইল
Image Credit: TV9 Bangla Graphics
| Updated on: Sep 27, 2025 | 5:44 PM
Share

রবিবার! নাহ। এ মাসে গত দুটি সান ডে ছিল আসলে ভারত-পাকিস্তান ডে। এই রবিবারও তাই। তবে লেভেল পরিবর্তন হয়েছে। ১৪ সেপ্টেম্বর রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এরপর ২১ সেপ্টেম্বর সুপার ফোর পর্বে। আগামী কাল সানডে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। গত দুই সাক্ষাতের মতো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ম্যাচগুলি হয়েছে দুবাই এবং আবু ধাবিতে। ভারতের ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচগুলিতে সেই অর্থে দর্শক হয়নি। তবে ভারত-পাক ম্যাচ পৃথিবীর যে প্রান্তেই হোক, মাঠ ভরবেই। নজর থাকবে টেলিভিশন, মোবাইলেও। সে বিষয়েই জেনে নেওয়া যাক বিস্তারিত।

গ্রুপ পর্বে তিনের পর সুপার ফোরেও। টুর্নামেন্টের সব ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ওমান কিছুটা ফাইট দিয়েছিল। একই ভাবে সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে চাপে ছিল ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে। স্নায়ুর চাপ সামলে সহজেই জিতেছে। যদিও শ্রীলঙ্কা ম্যাচে ২০২ রানের পুঁজি নিয়েও বোলারদের পারফরম্যান্স কিছুটা চিন্তার। অন্য দিকে পাকিস্তান। গ্রুপে ভারতের কাছে হেরেছিল। বাকি দুই ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করে। ভারতের কাছে হারের পর খাদের কিনারায় ছিল পাকিস্তান। ভার্চুয়াল সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

ভারত-পাকিস্তান গত দুই ম্যাচই একপেশে হয়েছে। দাপটের সঙ্গে জিতেছে ভারত। টি-টোয়েন্টি ফর্ম্যাট রোজই নতুন পরীক্ষা। আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচেরই অপেক্ষা। পাকিস্তান এই টুর্নামেন্ট জিতেছে দু-বার। এশিয়া কাপের সফলতম দল ভারত জিতেছে আট বার। নবম ট্রফির লক্ষ্যে নামবে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ৮টা থেকে খেলা। সন্ধে ৭.৩০টায় টস। সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার এবং সোনি লিভ অ্যাপে স্ট্রিমিং। এ ছাড়াও বাংলা ভাষায় ম্যাচের আপডেট পেতে নজর রাখুন টিভিনাইন বাংলা ওয়েবসাইটে।