AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ২৬-এই বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, দায়িত্ব নিয়ে বিশ্বকাপের জট ছাড়াতে বসলেন আসিফ

Bangladesh Cricket: কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেনা প্রধানকে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। আইসিসি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিল বিসিবির কাছে।

Bangladesh: ২৬-এই বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, দায়িত্ব নিয়ে বিশ্বকাপের জট ছাড়াতে বসলেন আসিফ
Bangladesh: ২৬-এই বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, দায়িত্ব নিয়ে বিশ্বকাপের জট ছাড়াতে বসলেন আসিফ
| Updated on: Aug 12, 2024 | 7:08 PM
Share

কলকাতা: বাংলাদেশে আর কয়েকদিন পর মহিলাদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ৩ অক্টোবর টুর্নামেন্টের সূচনা হওয়ার কথা। কিন্তু সে দেশে গত কয়েক সপ্তাহ ধরে যা ঘটে গিয়েছে, তাতে বাংলাদেশের এ বারের মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে আশঙ্কা দেখা গিয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেনা প্রধানকে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। আইসিসি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিল বিসিবির কাছে। এরই মাঝে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajeeb Bhuiyan) মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup) সে দেশে আয়োজন নিয়ে আশার কথাই শুনিয়েছেন।

কে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তিনি আগে পড়াশোনা করেছেন। আর বর্তমানে তিনি ভাষা বিজ্ঞান নিয়ে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসিফ ছিলেন ছাত্র নেতা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি বদলে গিয়েছে। মাত্র ২৬ বছর বয়সেই আসিফ মাহমুদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর সেই দায়িত্ব নিয়ে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জট ছাড়াতে বসেছেন আসিফ।

অক্টোবরে হতে চলা মেয়েদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন করা নিয়ে সে দেশের একটি জাতীয় দৈনিককে আসিফ মাহমুদ বলেছেন, ‘আমি এই নিয়ে এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করছি, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময় যদি এই রকম (টি-২০ বিশ্বকাপ বাংলাদেশের বাইরে স্থানান্তরিত হওয়া) কিছু ঘটে, তা হলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য ভীষণ ক্ষতিকর হবে।’

যদি বাংলাদেশে মেয়েদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহি, দুবাইতে আইসিসির এই ইভেন্ট স্থানান্তরিত হতে পারে।