IND vs AUS: বর্ডার গাভাসকর ট্রফিতে অজিদের ত্রাস হতে পারেন ভারতের যে ত্রয়ী

Sep 13, 2024 | 6:16 PM

Border Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে গত দু'বারই টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এ বার সেই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ভারতীয় শিবিরের।

IND vs AUS: বর্ডার গাভাসকর ট্রফিতে অজিদের ত্রাস হতে পারেন ভারতের যে ত্রয়ী
বর্ডার গাভাসকর ট্রফিতে অজিদের ত্রাস হতে পারেন ভারতের যে ত্রয়ী
Image Credit source: Stu Forster/Getty Images

Follow Us

কলকাতা: এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট টিম। সেখানে বিরাট-রোহিতরা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন প্যাট কামিন্সদের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে গত দু’বারই টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এ বার সেই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ভারতীয় শিবিরের। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিয়ঁ (Nathan Lyon) বেছে নিয়েছেন তিন ভারতীয় ক্রিকেটারকে। যাঁরা বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) অজি শিবিরকে চাপে ফেলতে পারেন। নাথানের মতে, ৫ টেস্টের সিরিজে অজিদের মূলত চাপে ফেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋষভ পন্থ।

কী কারণে রোহিত, বিরাট ও ঋষভকে অজিদের ত্রাস হিসেবে দেখছেন নাথান লিয়ঁ? স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাথান লিয়ঁ বলেন, ‘রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋষভ পন্থ এই তিনজনই বড় ভূমিকা নিতে চলেছে। এরপর তো যশস্বী, শুভমন, জাডেজারা রয়েছে। আরও ৫জন রয়েছে। কারা, তাঁরা সেটা জানি না। কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো। তাই এটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে।’

এই খবরটিও পড়ুন

ভারতীয় ব্যাটিং লাইন আপের শক্তি নিয়ে বলার পাশাপাশি অস্ট্রেলিয়ার বোলারদের আগ্রাসণের কথা বলতে ভোলেননি নাথান লিয়ঁ। তাঁর কথায়, ‘যেমনটা আমি আগেও বলেছি, যদি আমরা বোলিং বিভাগ হিসেবে ভালো পারফর্ম করি, তা হলে আশা করি ওদের (ভারতের) ডিফেন্সকে চ্যালেঞ্জ করতে পারব।’

এ বারের বর্ডার গাভাসকর ট্রফি শুরু হবে পারথে। ২২ নভেম্বর। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট হবে অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে যথাক্রমে — ব্রিসবেনে (১৪ ডিসেম্বর থেকে), মেলবোর্নে (২৬ ডিসেম্বর- বক্সিং ডে টেস্ট), সিডনিতে (৩ জানুয়ারি থেকে)।

Next Article