AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babar Azam: সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড, বাবর টপকে গেলেন বিরাট-রোহিতকে

PAK vs NZ: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) কিউয়িদের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে সেঞ্চুরি করে বিরাট কোহলি ও রোহিত শর্মার টি-২০ রেকর্ড ভেঙে দিয়েছেন।

Babar Azam: সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড, বাবর টপকে গেলেন বিরাট-রোহিতকে
সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড, বাবর টপকে গেলেন বিরাট-রোহিতকেImage Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 4:46 PM
Share

করাচি: কেরিয়ারের মাইলফলক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। দিন দু’য়েক আগে দেশের জার্সিতে ১০০তম টি-২০ ম্যাচে খেলতে নেমে মাত্র ৯ রান করে মাঠ ছেড়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। যদিও শেষ অবধি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ জেতে পাকিস্তান। এরপর কিউয়িদের বিরুদ্ধে (PAK vs NZ) ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকান বাবর আজম (Babar Azam)। গড়েন বিশ্বরেকর্ডও। শুধু তাই নয় বাবর টপকে গিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লাহোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শতরানের ইনিংস গড়ার পথে বাবরের ব্যাটে এসেছে ১১টি চার ও ৩টি ছয়। কেরিয়ারের মাইলফলক ম্যাচে দল জিতলেও নিজে রান পাননি বাবর। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সেই আক্ষেপ মিটিয়ে নিয়েছেন বাবর।

রোহিতকে ছাপিয়ে গেলেন বাবর

এই নিয়ে বাবর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩টি সেঞ্চুরি করলেন। আর এই তিনটি সেঞ্চুরিই বাবর করেছেন অধিনায়ক হিসেবে। এই রেকর্ড আর কারও নামে নেই। টি-২০ ক্রিকেটে দু’টি করে সেঞ্চুরি করে এত দিন বাবরের সঙ্গে যৌথ ভাবে শীর্ষে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং সুইৎজারল্যান্ডের ফাহিম নাজির। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে বাবর টপকে গেলেন রোহিত এবং ফাহিমকে।

পাশাপাশি টি-টোয়েন্টিতে প্লেয়ার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে দুই নম্বরে রয়েছেন বাবর আজম। শীর্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং ভারতের সূর্যকুমার যাদবের ৩টি করে শতরান রয়েছে।

বাবর টপকে গিয়েছেন বিরাটকেও

টি-২০ ফর্ম্যাটে বাবর আজম এখনও অবধি ৯টি সেঞ্চুরি করেছেন। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার তালিকায় ২ নম্বরে রয়েছেন বাবর। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ক্যাপ্টেন হিসেবে বাবরের এটি ৬ নম্বর শতরান। নেতা হিসেবে বিরাট এর আগে ৫টি শতরান করেছেন। ফলে সেদিক থেকে দেখতে হলে কোহলিকে পেছনে ফেলে দিলেন বাবর।