
দুবাই: আইসিসি টুর্নামেন্ট খেলার মজাই আলাদা। মিনি বিশ্বকাপে নামার আগে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের মুখে এ কথাই শোনা গিয়েছে। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) ফিরল। এ বার মেন ইন ব্লুর লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়া। কেরিয়ারের ১৫তম আইসিসি টুর্নামেন্টে নামছেন রোহিত শর্মা। তার থেকে একটি কম আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে বিরাট কোহলির। ফলে ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভর দিকে সকলের বিশেষ নজর রয়েছে। দুবাইতে বাংলাদেশের বিরুদ্ধে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করছে ভারত। হেড কল করেছিলেন রোহিত শর্মা। কিন্তু টস হারতে হল তাঁকে। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “আমরা প্রথমে ফিল্ডিং করার কথাই ভাবছিলাম। কয়েক বছর পর এখানে খেলতে চলেছি। আশা করছি আলোতে বল ভালো আসবে। বল হাতে কী করতে পারি সেদিকেই নজর রাখতে হবে। দলের ছেলেরা মুখিয়ে রয়েছে। সকলেই ফিট আপাতত। ম্যাচটা গুরুত্বপূর্ণ। তাই চাই শুরুটা ভালো করতে চাই। আইসিসি টুর্নামেন্টে প্রতিটা ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। সকল টিম এটাই মনে করে। শেষ ওডিআই সিরিজের কথা যদি বলি, তাতে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ শুধু বরুণ।”
টসের পর ভারত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “আমরা প্রথমে ব্যাটিং করব। উইকেট ভালো দেখাচ্ছে। বোর্ডে ভালো রান তুলতে চাই। আমরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলেছি। ছেলেরা এখন আত্মবিশ্বাসী। আমরা সম্প্রতি বিপিএল শেষ করেছি। ম্যাচটা ভালো করে খেলতে হবে।”
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও হর্ষিত রানা।
বাংলাদেশের একাদশ – তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসাম মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।