India vs Bangladesh: ভারতের বিরুদ্ধে নামার আগে অগ্নিপরীক্ষার সামনে সাকিব আল হাসান
IND vs BAN, ICC World Cup: লক্ষ্মীবারে পুনেতে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। দুপুর ২টো নাগাদ শুরু হবে ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। কেমন আছে টাইগার্সদের অধিনায়ক? আদৌ তিনি ম্যাচ খেলার মতো ফিট? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের সমর্থকদের মনে।
পুনে: লক্ষ্মীবারে পুনেতে বিশ্বকাপের (ICC World Cup) ম্যাচে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। আজ দুপুর ২টো নাগাদ শুরু হবে ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। কেমন আছে টাইগার্সদের অধিনায়ক? আদৌ তিনি ম্যাচ খেলার মতো ফিট? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের সমর্থকদের মনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচের শেষের দিকে মাঠে ছিলেন না সাকিব আল হাসান। শোনা যায় ম্যাচের শেষে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করানো হয়। এরপর অবশ্য পুনের ম্যাচের জন্য নেটে অনুশীলনও করতে দেখা যায় সাকিবকে। তিনি কেমন আছেন তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও সরকারি বিবৃতি না দিলেও, বাংলাদেশ টিমের ডিরেক্টর খালেদ মাহমুদ ইন্ডিয়া টু-ডে-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ম্যাচের আগে সাকিবের ফিটনেস টেস্ট নেওয়া হবে। তারপরই তাঁকে খেলানো হবে কিনা, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কিউয়িদের বিরুদ্ধে উরুতে চোট পান সাকিব। ক্রিকেট মহলের মতে নিশ্চিতভাবে স্ক্যান রিপোর্টে খুব গুরুতর কিছু আসেনি। তাই তিনি নেটে অনুশীলনও করেছেন। ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানান, ম্যাচের আগে সাকিবকে একটি ফিটনেস টেস্ট দিতে হবে। তিনি বলেন,’সাকিবের এখন আপাতত তেমন ব্যথ্যা নেই। অস্বস্তিও নেই। তবে ও জোরে দৌড়তে পারছে না। আমাদের তাই ম্যাচের আগে ওর ফিটনেস টেস্ট নিতে হবে। তাতে পাশ করতে পারলেই সাকিবকে খেলানো হবে। তাই ম্যাচের ঠিক আগেই ওর খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এরই মাঝে ক্রিকেট মহলে আলোচনা চলছে, সাকিব আল হাসান যদি ভারতের বিরুদ্ধে শেষ পর্যন্ত খেলেনও, তা হলে তাঁকে হয়তো অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে না। ভারতের বিরুদ্ধে হয়তো তিনি ব্যাটিং করবেন। কিন্তু বেশি বল করতে দেখা যাবে না। এ বার শুধু সময়ের অপেক্ষা।