IND vs BAN Preview: রাজধানীর ব্যাটিং স্বর্গে বোলারদের কঠিন পরীক্ষা!

Oct 09, 2024 | 12:00 AM

India vs Bangladesh 2nd T20I: টি-টোয়েন্টিতে তাদের কাছে ১৮০ প্লাস স্কোর আতঙ্কের। সেটা স্বীকারও করে নিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে দ্বিতীয় ম্যাচে দু-দলই পরিকল্পনায় কিছু বদল আনতে পারে। গম্ভীরের কাছে ভাবনার বিষয় উইনিং কম্বিনেশন ধরে রাখা নাকি নতুনদের সুযোগ দেওয়া!

IND vs BAN Preview: রাজধানীর ব্যাটিং স্বর্গে বোলারদের কঠিন পরীক্ষা!
Image Credit source: PTI

Follow Us

হাইস্কোরিং দিল্লি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণের কথাই ধরা যাক। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ হলে ক্যাপ্টেনরা চিন্তায় থাকতেন। কতটা রান সুরক্ষিত, বলা কঠিন। ২০০-র উপর স্কোর এখানে জলভাত। ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ এই মাঠেই। ঘরের মাঠে এমন পিচে খেলতে অভ্যস্ত নয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে তাদের কাছে ১৮০ প্লাস স্কোর আতঙ্কের। সেটা স্বীকারও করে নিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে দ্বিতীয় ম্যাচে দু-দলই পরিকল্পনায় কিছু বদল আনতে পারে। গম্ভীরের কাছে ভাবনার বিষয় উইনিং কম্বিনেশন ধরে রাখা নাকি নতুনদের সুযোগ দেওয়া!

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণার সময় তাদের নির্বাচক প্রধান জানিয়েছিলেন, মেহেদি হাসান মিরাজকে ফেরানোর বিশেষ উদ্দেশ্য রয়েছে। তাঁকে মূলত ব্যাটিংয়ে বেশি করে চাইছেন। যদিও প্রথম টি-টোয়েন্টিতে লোয়ার অর্ডারে নামানো হয় মেহেদিকে। দিল্লিতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে মিরাজকে। অতীতে সাদা বলের ক্রিকেটে দেশের জার্সিতে ওপেন করেছেন। সিরিজে পিছিয়ে থাকায় এই পন্থা নিতেই পারে বাংলাদেশ। তাদের শিবিরে বাড়তি নজর থাকবে মাহমুদুল্লাহর দিকেও। কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলতে চলেছেন ৩৮ বছরের এই ক্রিকেটার।

ভারতের কাছে চ্যালেঞ্জ কম্বিনেশন বেছে নেওয়া। বিকল্প অনেক। প্রত্যেককে সুযোগ দেওয়া কঠিন। ঘুরিয়ে ফিরিয়ে তাই নতুনদের বেশি করে সুযোগ দেওয়ার লক্ষ্য থাকবে। প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মায়াঙ্ক যাদব ও নীতীশ রেড্ডির। এই ম্যাচে অভিষেক হতে পারে হর্ষিত রানার। তেমনই মনে করা হচ্ছে, সুযোগ দেওয়া হতে পারে তিলক ভার্মাকেও। কারণ, তাঁর স্পিন বোলিংটা কাজে লাগতে পারে। তবে গম্ভীর এখনও অবধি যা মানসিকতা দেখিয়েছেন, তাতে এক ম্যাচ পরই কম্বিনেশন বদলে দেবেন, সেই সম্ভাবনাও কম।

প্রথম ম্যাচে রান আউটের হতাশা তাড়া করে বেড়াচ্ছে অভিষেক শর্মাকে। গম্ভীরের কোচিংয়ে সেটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম ম্যাচ। সঞ্জুর সঙ্গে ওপেনিংয়ে দিল্লিতে রাজ করার লক্ষ্য থাকবে অভিষেকের। ১-০ এগিয়ে রয়েছে ভারত। গুরু-গম্ভীরের হোম গ্রাউন্ডেই সিরিজ নিশ্চিত করার টার্গেট সূর্যকুমারদের। সেক্ষেত্রে তৃতীয় টি-টোয়েন্টি পরীক্ষার পথেও হাঁটা যাবে।

Next Article