IND vs BAN PREVIEW: পিচ-আবহাওয়ায় প্রশ্নে ধোঁয়াশায় বোলিং কম্বিনেশন

Sep 26, 2024 | 11:14 PM

India vs Bangladesh 2nd Test: মাঝের সেশনে ব্যাটাররাও সহযোগিতা পেয়েছেন। কানপুরে কালো মাটির পিচ। বাউন্স তুলনামূলক ভাবে অনেকটাই কম। তার উপর বৃষ্টির পূর্বাভাস। ম্যাচের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টিও হয়েছে। মাঠ ঢেকে রাখতে হয়েছিল। পিচ নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, তেমনই কম্বিনেশন নিয়েও।

IND vs BAN PREVIEW: পিচ-আবহাওয়ায় প্রশ্নে ধোঁয়াশায় বোলিং কম্বিনেশন
Image Credit source: PTI

Follow Us

চেন্নাইয়ের মতোই অনুভূতি পাওয়া যাবে কানপুরেও! পিচ কিউরেটর সঞ্জয় কাপুরের এই মন্তব্য যেন আরও ধোঁয়াশা তৈরি করছে। চেন্নাইতে প্রচণ্ড গরম ছিল। চড়া রোদও। ম্যাচের তৃতীয় দিনের খেলার শেষ দিকে মেঘের দেখা মিলেছিল মাত্র। লাল মাটির পিচ, ঘাসও ছিল। পেসাররা সাহায্য পেয়েছেন। তেমনই মাঝের সেশনে ব্যাটাররাও সহযোগিতা পেয়েছেন। কানপুরে কালো মাটির পিচ। বাউন্স তুলনামূলক ভাবে অনেকটাই কম। তার উপর বৃষ্টির পূর্বাভাস। ম্যাচের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টিও হয়েছে। মাঠ ঢেকে রাখতে হয়েছিল। পিচ নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, তেমনই কম্বিনেশন নিয়েও।

চেন্নাই টেস্ট জিতে দু-ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য। এখনও অবধি যা পরিস্থিতি, তাতে দুই পেসার-তিন স্পিনারের কম্বিনেশনেই যাওয়ার প্রত্যাশা। সেখানেও প্রশ্ন, জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে? সেক্ষেত্রে সিরাজ-আকাশ দীপ জুটিকেই দেখা যেতে পারে। আবার বাঁ হাতি পেস বোলিংয়ের অপশন হিসেবে যশ দয়ালের অভিষেকও উড়িয়ে দেওয়া যায় না।

তৃতীয় স্পিনার খেলানোর সম্ভাবনা প্রবল। হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাবেন কুলদীপ যাদবই। অশ্বিন-জাডেজার সঙ্গে এখানকার পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন কুলদীপ। স্পিন সহায়ক পিচে বাংলাদেশের বোলিং কম্বিনেশনেও পরিবর্তনের সম্ভাবনা প্রবল। তাদের তৃতীয় স্পিনার হিসেবে বিকল্প রয়েছেন বাঁ হাতি তাইজুল ইসলাম। সেক্ষেত্রে তিন পেসারের মধ্যে দু-জন বেছে নেওয়া বাংলাদেশের মাথাব্যথা হতে পারে।

এই খবরটিও পড়ুন

প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারলেও বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে তাদের। ওপেনাররা ভালো পারফর্ম করেছিলেন। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত বড় স্কোর গড়েছেন। সাকিব, লিটন, মেহদিরা ভালো শুরু করলেও বড় ইনিংস আসেনি। বাংলাদেশের প্রধান অস্বস্তি ব্যাটিং পারফরম্যান্সই। তেমনই ভারতীয় ব্যাটিংয়েও চিন্তার জায়গা দুই সিনিয়রের পারফরম্যান্স। প্রথম টেস্টে দুই ইনিংসেই হতাশ করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের কাছেও এই ম্যাচ বড় পরীক্ষা।

Next Article