India vs Bangladesh: রোহিতদের হারাতে ব্লু প্রিন্ট তৈরি! ভারত সফরের আগে বাংলাদেশের পেসার বললেন…
পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পর এখন আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। বলা যায় রোহিত শর্মাদের হারাতে ব্লু প্রিন্ট তৈরি করছে বাংলাদেশ শিবির। ভারত সফরের আগে এ বার নিজেদের প্রস্তুতি নিয়ে জানালেন বাংলাদেশের এক পেসার।
কলকাতা: সম্প্রতি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এ বার টাইগার্সদের মিশন টিম ইন্ডিয়া। রবি-রাতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতের স্কোয়াডও ঘোষণা হয়ে গিয়েছে। আর ৯ দিন পর ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টেস্ট সিরিজের ঢাকে কাঠি। পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পর এখন আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। বলা যায় রোহিত শর্মাদের হারাতে ব্লু প্রিন্ট তৈরি করছে বাংলাদেশ শিবির। ভারত সফরের আগে এ বার নিজেদের প্রস্তুতি নিয়ে জানালেন বাংলাদেশের এক পেসার।
বাংলাদেশের পাক সফরে খেলা হয়েছে কোকাবুরা বলে। ভারতে এসে এসজি বলে খেলতে হবে শরিফুলদের। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের বর্তমান পেস বিভাগ নিয়ে শরিফুল ইসলাম এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘আগে আমাদের বেশি পেসার ছিল না। এখন আমাদের পেসাররা ভালো খেলছে। তাসকিন ভাই ভালো খেলছে। সকলে ভালো খেলছে, এটা দেখে ভালো লাগে। পেস বোলিং বড় চ্যালেঞ্জ।’ এরপরই বিসিবির ওই ভিডিয়ো বার্তায় ভারতের বিরুদ্ধে টেস্টের জন্য প্রস্ততি নিয়ে শরিফুল বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। আশা করি আমরা ভালো পারফর্ম করব। আমরা কোকাবুরা বলে খেলেছি, এরপর এসজি বলে খেলব। বলের সঙ্গে মানিয়ে নিতে করতে হবে। যত দ্রুত আমরা এটা পারব, আমাদের জন্য ততই ভালো।’
পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অভিজ্ঞতা নিয়ে শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের টিমে অভিজ্ঞ প্লেয়াররা ছিল। আমাদের মাথায় ছিল যে ওদের থেকে আমরা বেশি প্রস্তুত। লাহোরে প্রস্তুতি নিয়েছিলাম। সেখানে গরম বেশি ছিল বলে আমরা অ্যাডভান্টেজ পেয়েছি। রাওয়ালপিন্ডিতে লাহোরের থেকে গরম কম ছিল। ওই পরিবেশ কাজে লেগেছে।’
শরিফুল পাক টিমের প্রাক্তন ক্যাপ্টেন বাবর আজমের উইকেট নিতে চেয়েছিলেন ২ ম্যাচের টেস্ট সিরিজে। তাতে সফল হন তিনি। এই প্রসঙ্গে শরিফুল বলেন, ‘বাবর আজম ভাইয়ের সঙ্গে বিপিএলে, এলপিএলে খেলেছি। আমি ওই টেস্ট সিরিজের আগে বলেছিলাম, বাবরের উইকেট পেতে চাই। আমি ওর উইকেট পেয়েছিলাম। ভালো লাগছিল তাই।’
ভারতের মতো টিম সামনে। ফলে প্রতিপক্ষকে সমীহ করতে ভুলছেন না শরিফুল। তাঁর কথায়, ‘ভারত পাকিস্তানের থেকে তুলনামূলক বেশি অভিজ্ঞ টিম। ভারত সিরিজটায় আমরা ভালো করার চেষ্টা করব। একটা বড় টিম। আমরা ভালো সিরিজ শেষ করেছি। ভারতের বিরুদ্ধেও জয় দিয়ে শুরু করার চেষ্টা করব। আমার মনে হয় বড় টিমের বিরুদ্ধে যদি আমরা ভালো খেলি, তা হলে বিশ্ব আমাদের দেখবে। যে ভাবে আমরা অনুশীলন করছি, তেমন ফল যেন পাই। আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। এ বার তা কাজে লাগানোর পালা।’