Gautam Gambhir: চরম পরীক্ষার মুখে গৌতম গম্ভীর, অস্ট্রেলিয়ায় হারলে ছাঁটাই হতে পারেন ভারতের নতুন কোচ?
Team India: ভারতীয় ক্রিকেট মহলে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ায় গম্ভীর জমানা কি শেষের পথে? জানা গিয়েছে, দেশের মাঠে লজ্জার নজিরের পর নড়েচড়ে বসছে BCCI।
কলকাতা: ক্রিকেটার হিসেবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতকে যা দিয়েছেন, তা কোচ হিসেবে কি দিতে পারছেন? শুরু হয়ে গিয়েছে এই নিয়ে হিসেব নিকেশ। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজে ক্লিনসুইপ হয়েছে ভারত। তারপর থেকে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে, টিম ইন্ডিয়ায় কি এ বার গৌতম গম্ভীরের জমানা শেষ হতে চলেছে? এ মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় টিম। সেটাই কি কোচ হিসেবে গৌতমের শেষ অ্যাসাইনমেন্ট হবে? এই নিয়ে জল্পনাও শুরু হয়েছে।
ভারতীয় টিম দীর্ঘদিন দেশের মাটিতে টেস্ট সিরিজে অপরাজিত ছিল। কিউয়িরা এ বার ভারত সফরে এসে সেই রেকর্ড ভেঙে দিল। ৩৬ বছর পর টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে ঐতিহাসিক জয় নিউজিল্যান্ডের। ১২ বছর পর ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া। যে কারণে, গৌতম গম্ভীরকেও অনেকে দায়ী মনে করছেন। তাঁর দল চালনার ধরন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
মুম্বইয়ের ওয়াংখেড়েতে কিউয়িরা ভারতকে ৩ টেস্টের সিরিজের শেষ ম্যাচে ২৫ রানে হারায়। ওই ম্যাচের পর জিও সিনেমার সম্প্রচারে দেখা যায় মাঠের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় টিমের নির্বাচক প্রধান অজিত আগরকর ও হেড কোচ গৌতম গম্ভীর দীর্ঘক্ষণ কথা বলছিলেন। সেই সময় তাঁদের সামনেই ছিলেন গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ারও। সম্প্রচারকারী চ্যানেলে ম্যাচ পরবর্তী অনুষ্ঠান যখন দেখানো হচ্ছিল, সেই সময় মাঠে অজিত-গৌতমের আলোচনার ফুটেজ চালানো হয়। তাঁদের কথোপকথন শোনা যায়নি। কিন্তু ওই সময় অজিত-গৌতমদের চোখ-মুখ বলে দিচ্ছিল তাঁরা গভীর আলোচনাই করছেন।
এই খবরটিও পড়ুন
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট মহলে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের এক সূত্রের খবর অনুযায়ী, মুম্বই টেস্টে গম্ভীরের ব়্যাঙ্ক টার্নার পিচের আইডিয়া বোর্ডের অনেকের পছন্দ হয়নি। বিশেষ করে মুম্বই টেস্টেও ভারত হারার পর যা নিয়ে বেশি করে আলোচনা চলছে। এ বার অনেকেই তাই বলাবলি করছেন, অজি সফরে ব্যর্থ হলেই ছাঁটাই হতে পারেন বিরাট-রোহিতদের হেড কোচ।