AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jay Shah Profile: ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে নিয়ে রইল নানা তথ্য

BCCI secretary Jay Shah: ক্রিকেট বিশ্বে সবচেয়ে শক্তিশালী বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই)। এ নিয়ে কোনও দ্বিমত নেই। আর্থিক দিক থেকেও সবচেয়ে শক্তিশালী বোর্ড। সেই ক্রিকেট বোর্ডের সচিব যে অনেক বেশি প্রভাবশালী হবেন, এটাই স্বাভাবিক। জয় শাহও তাই।

Jay Shah Profile: ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে নিয়ে রইল নানা তথ্য
Image Credit: X
| Updated on: Aug 24, 2024 | 12:10 AM
Share

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। আইসিসি ফিনান্স কমিটিতে রয়েছেন। সব কিছু ঠিক থাকলে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রধান হিসেবেও দেখা যেতে পারে। ভারতীয় ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, প্রশাসক হিসেবে অন্যতম প্রভাবশালী কর্তা জয় শাহ। তাঁর উত্থান, ব্যক্তিগত জীবন এবং নানা বিষয়ে জেনে নেওয়া যাক।

ক্রিকেট বিশ্বে সবচেয়ে শক্তিশালী বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই)। এ নিয়ে কোনও দ্বিমত নেই। আর্থিক দিক থেকেও সবচেয়ে শক্তিশালী বোর্ড। সেই ক্রিকেট বোর্ডের সচিব যে অনেক বেশি প্রভাবশালী হবেন, এটাই স্বাভাবিক। জয় শাহও তাই।

বিসিসিআই সচিবের পুরো নাম জয় অমিতভাই শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র তিনি। মায়ের নাম সোনাল শাহ। জয় শাহ বিয়ে করেন ২০১৫ সালে। তাঁর স্ত্রীর নাম ঋষিতা প্য়াটেল। বিয়ের অনুষ্ঠানে ছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

ক্রিকেট প্রশাসক হিসেবে জয় শাহর উত্থান গুজরাট ক্রিকেট সংস্থা থেকে। গুজরাট ক্রিকেট সংস্থার এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ছিলেন ২০০৯ সাল থেকে। ২০১৩ সালে গুজরাট ক্রিকেট সংস্থার যুগ্মসচিব হন জয় শাহ। বাবা অমিত শাহর সান্নিধ্যে ক্রিকেট প্রশাসনে দক্ষতা বাড়ান জয় শাহ। তাঁর সময়েই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে।

সাল ২০১৫। ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিনান্স ও মার্কেটিং কমিটিতে প্রবেশ জয় শাহর। ২০১৯ সালে সবচেয়ে কম বয়সে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হন। তাঁর সময়ে খুবই উল্লেখযোগ্য, ২০২২ সালে আইপিএলের মিডিয়া স্বত্ব। প্রায় ৫০ হাজার কোটি টাকায় মিডিয়া স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গেও যুক্ত জয় শাহ। ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হন জয় শাহ। এ বছরের শুরুতে পুননির্বাচিত হন এই পদে। রোটেশন অনুযায়ী শ্রীলঙ্কার কোনও কর্তার সভাপতি হওয়ার কথা ছিল। যদিও জয় শাহর দক্ষতায় ভরসা রাখা হয়। ২০১৯ সালে আইসিসির মুখ্য কার্যনির্বাহি কমিটিতে তাঁকে পাঠায় বিসিসিআই। ২০২২ সালে আইসিসির ফিনান্স এবং কমার্শিয়াল অ্যাফেয়ার কমিটির প্রধান হন জয় শাহ। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অন্তর্ভূক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জয় শাহ।