কলকাতা : আইসিসির বার্ষিক বোর্ড সভা শুরু হচ্ছে সোমবার থেকে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই সভায় ঘোষণা হতে চলেছে যে, আইসিসির লভ্যাংশের একটি বড় অংশ পাবে বিসিসিআই (BCCI)। চারদিবসীয় এই বৈঠকে আইসিসির পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড ২৩১ মিলিয়ন ডলার অর্থ পাওয়ার মঞ্জুরি পেতে চলেছে। আইসিসির (ICC) লাভের পরিমাণ হচ্ছে ছয় হাজার কোটি টাকা। এর মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার লাভের ৩৮.৫ শতাংশ পাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ভারতীয় মুদ্রায় ১৯০০ কোটি টাকা। ভারতীয় বোর্ড যে লভ্যাংশের ৩৮.৫ শতাংশ পাবে তা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আইসিসির বার্ষিক বোর্ড সভায় তারই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। যদিও এতে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির আপত্তিতে কর্ণপাত করেনি আইসিসি। বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইসিসির আর্থিক ও বাণিজ্যিক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এক কর্তা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “শতাংশের হিসেবে দেখলে মনে হবে অসমানভাবে লাভের অংশ বিতরণ করা হচ্ছে। যেখানে ভারত পাবে ৩৮.৫ শতাংশ এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাবে ৬.৮৯ শতাংশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘরে ঢুকবে ৬.২৫ শতাংশ।” তিনি আরও বলেছেন, “সদস্য দেশগুলি গত আটবছর ধরে যে পরিমাণ অর্থ পেয়েছে এটা তার থেকে অনেক বেশি। ইংল্যান্ড পাবে ৪১ মিলিয়ন ডলার যেখানে গতবার তারা পেয়েছিল ১৬ মিলিয়ন ডলার। একইভাবে সহযোগী দেশগুলি ২২ মিলিয়ন ডলারের পরিবর্তে ৬৭ মিলিয়ন ডলার পাবে।”
কোন ভিত্তিতে ক্রিকেট বোর্ডগুলির মধ্যে অর্থ ভাগ করা হচ্ছে? ওই আইসিসি কর্তা জানিয়েছেন, ক্রিকেট ব়্যাঙ্কিং, আইসিসি টুর্নামেন্টে পারফরম্যান্স এবং ক্রিকেটে ব্যবসায়িক দিক থেকে অবদানের উপর নির্ভর করছে কোন দেশের ক্রিকেট বোর্ড কত টাকা পাবে। ব্যবসায়িক দিক থেকে বিসিসিআইয়ের গুরুত্ব অনেক বেশি। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসি আর্থিক দিক থেকে বেশি সুবিধা দিচ্ছে এটা ভাবার কোনও কারণ নেই। পাক ক্রিকেট বোর্ডের আপত্তিও টেকেনি আইসিসির কাছে।