Bhanuka Rajapaksa: অবসরের সিদ্ধান্ত বদল, ফিরছেন রাজাপক্ষ
রাজাপক্ষ যাতে তাঁর সিদ্ধান্ত বদলান, তা নিয়ে দেশের প্রায় সমস্ত প্রাক্তন ক্রিকেটারই আর্জি জানিয়েছিলেন।
কলম্বো: বছরের শুরুতেই বড় ধাক্কা ছিল শ্রীলঙ্কা ক্রিকেটে (Sri Lanka Cricket)। হঠাত্ই ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন ভানুকা রাজাপক্ষ (Bhanuka Rajapaksa)। পারিবারিক কারণ দেখিয়েছিলেন তাঁর ক্রিকেট ছাড়ার পিছনে। সেই মর্মে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (SLC) কাছে অবসরের চিঠিও দিয়েছিলেন তিনি। সিদ্ধান্ত বদলে তাই ফিরিয়ে নিলেন রাজাপক্ষ। তিন ফর্ম্যাটেই দেশের হয়ে খেলার জন্য তৈরি বলে জানিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার।
রাজাপক্ষর হঠাত্ অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর অনেকেই নানা কথা বলতে শুরু করেছিলেন। পারিবারিক কারণ, নাকি টিমের ভিতরে কোনও সমস্যা আছে, যার জেরে তিনি সরে যাওয়ার আচমকা ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন। লিখেছিলেন, ‘স্বামী ও পারিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খুব ভেবেচিন্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।’
রাজাপক্ষ যাতে তাঁর সিদ্ধান্ত বদলান, তা নিয়ে দেশের প্রায় সমস্ত প্রাক্তন ক্রিকেটারই আর্জি জানিয়েছিলেন। ৩ জানুয়ারি যিনি অবসর ঘোষণা করেছিলেন, ১০ দিনের মধ্যে সেই ডাকে সাড়াও দিলেন। শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসক রোশন আবেসিঙ্ঘে টুইটারে লিখেছেন, “দারুণ খবর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে ক্রিকেট থেকে সরে যাওয়ার জন্য যে চিঠি দিয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছে।’
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন ফিটনেস নীতিই রাজাপক্ষের সরে যাওয়ার অন্যতম কারণ ছিল। ৩০ বছরের ক্রিকেটার সাম্প্রতিককালে কোচ মিকি আর্থারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। তবু লাসিথ মালিঙ্গার মতো সদ্য প্রাক্তনরা তাঁকে ফিরে আসার জন্য আর্জি জানিয়েছিলেন।
আরও পড়ুন: IND vs SA 3rd Test Day 3 Live: রাহানেকে ফেরালেন রাবাডা, দিনের শুরুতেই জোড়া উইকেট হারাল টিম ইন্ডিয়া