অ্যাডিলেড শুনলে ভারতীয় ক্রিকেট প্রেমীদের নানা বিষয়ই মনে পড়বে। সবার আগে কী মনে পড়তে পারে? হয়তো গত সফর। অস্ট্রেলিয়ার মাটিতে গত দুই সফরেই টেস্ট সিরিজ জিতেছে ভারত। যদিও গত সফরের শুরুটা হয়েছিল চূড়ান্ত হতাশায়। অ্যাডিলেডে দিন-রাতের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হয়েছিল। আর অ্যাডিলেডে গোলাপি টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। দুর্দান্ত প্রত্যাবর্তনে সিরিজ জিতলেও মাত্র ৩৬ রানে অলআউটের ক্ষত এখনও রয়েছে। সেই অ্যাডিলেডেই এ বার দ্বিতীয় টেস্ট।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ায় প্রবল চাপে ছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ায় ভারতীয় দল ‘উড়ে যাবে’, এমন কথাই বলছিল অজি মিডিয়া। যদিও পারথে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজে এগিয়ে ভারত। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়েছিল। বুমরা ও ভারতীয় পেস আক্রমণের দাপটে অস্ট্রেলিয়াও মাত্র ১০৪ রানেই শেষ। দ্বিতীয় ইনিংসে যশস্বী, বিরাট কোহলির সেঞ্চুরি। ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত।
পারথ টেস্টে ছিলেন না নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মা। আঙুলের চোটে খেলতে পারেননি শুভমন গিলও। দু-জনই ফিট। পারথ টেস্ট শেষের পর সেখানে গোলাপি বলে অনুশীলন শুরু করে দিয়েছিল ভারত। তেমনই ক্যানবেরায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচও খেলেছে ভারত। ৪৬ ওভারের ম্যাচ হয়েছে। ভারত জিতেওছে। তবে রান পাননি রোহিত শর্মা।
অ্যাডিলেডে ভারতের ব্যাটিং কম্বিনেশন নিয়েও ধোঁয়াশা রয়েছে। ওপেনিং জুটি ভাঙা হবে নাকি রোহিত মিডল অর্ডারে ব্যাট করবেন, সেটাও পরিষ্কার নয়। প্র্যাক্টিস ম্যাচে চারে নেমে রান পাননি রোহিত। বিরাট-বুমরা-পন্থ অবশ্য প্র্যাক্টিস ম্যাচে নামেননি। কাল থেকে অ্যাডিলেডে গোলাপি টেস্টের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় দল।
📍 Touchdown Adelaide!#TeamIndia have arrived for the pink-ball Test to a warm welcome from their fans! 😁
4 days to go for #AUSvINDOnStar 👉 2nd Test | FRI, 6th DEC, 8 AM only on Star Sports 1 | #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/V65D4cThIf
— Star Sports (@StarSportsIndia) December 2, 2024