India vs South Africa: বুমরার বিকল্প নিয়ে চিন্তা ভারতীয় শিবিরে

Indore: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির পর হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, 'বুমরার অনুপস্থিতি বিরাট ক্ষতি। ও গ্রেট প্লেয়ার। তবে এমনটা হতেই পারে। অন্যদের কাছেও সুযোগ ওর অনুপস্থিতি ঢেকে দেওয়ার। বুমরাকে বিশ্বকাপে মিস করব।

India vs South Africa: বুমরার বিকল্প নিয়ে চিন্তা ভারতীয় শিবিরে
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2022 | 6:00 AM

ইন্দোর : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ। দুই সিরিজেই ভারতের পক্ষে ফল ২-১। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে শেষ আন্তর্জাতিক সিরিজ। বুধবার অস্ট্রেলিয়া রওনা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াড। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল দলের দুই সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি এবং লোকেশ রাহুলকে। শেষ ম্যাচে ভারতের হার ৪৯ রানে। টস জিতলেও রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। দলের পরিকল্পনা ছিল ব্যাটিং গভীরতা যাচাই করা। কিন্তু বোলিং চিন্তা যে মিটল না! বরং বিশ্বকাপে জসপ্রীত বুমরার অনুপস্থিতি কার দ্বারা ঢাকা সম্ভব, সেই নিয়ে চিন্তায় কোচ ও অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অবধি আশাবাদী ছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। মেডিক্যাল টিম সরকারিভাবে জসপ্রীত বুমরাকে বিশ্বকাপে না পাওয়ার কথা জানাতে তবেই আশা ছেড়েছেন দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির পর হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘বুমরার অনুপস্থিতি বিরাট ক্ষতি। ও গ্রেট প্লেয়ার। তবে এমনটা হতেই পারে। অন্যদের কাছেও সুযোগ ওর অনুপস্থিতি ঢেকে দেওয়ার। বুমরাকে বিশ্বকাপে মিস করব।’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ হারলেও সিরিজ জিতেছে ভারত। দ্রাবিড় বলেন, ‘গত দুটো সিরিজেও ফল আমাদের পক্ষেই। সবকিছু নিজেদের পক্ষে যেতে এই ফরম্যাটে ভাগ্যেরও কিছুটা প্রয়োজন হয়। বিশেষত ক্লোজ ম্যাচের ক্ষেত্রে। এশিয়া কাপে ভাগ্য সঙ্গ দেয়নি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তা ছিল।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ভারতীয় দলে নানা পরীক্ষা নিরীক্ষা হয়। এ দিনও ব্যাটিং অর্ডারে ব্যাপক রদবদল দেখা যায়। দ্রাবিড় সে প্রসঙ্গে খোলসা করলেন, ‘একাদশে কিছু রদবদল করে বাকিদেরও দেখে নিতে চেয়েছিলাম। সার্বিকভাবে আমি খুশি। গত টি ২০ বিশ্বকাপের পরই রোহিতের সঙ্গে আলোচনা করি। ইতিবাচক ক্রিকেটে জোর দেওয়ার বিষয়েই আলোচনা হয়। বিশেষত ব্যাটিংয়ের ক্ষেত্রে। ব্যাটিং গভীরতা বাড়াতে হত। এখনও অবধি ফলে আমরা খুশি। এই ম্যাচে বাকিদের সুযোগ দেওয়া হয়েছিল। দুটো সিরিজেই ওরা সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পায়নি। ঋষভ, দীনেশ দারুণ ব্যাট করছিল। আরও কিছুক্ষণ খেললে ভালো লাগত। ওরা ৪-৫ ওভার থাকলে, ম্যাচ আরও ক্লোজ হত। হর্ষল, দীপক চাহাররা যেভাবে খেলেছে, ভালো লাগছে।’