Dinesh Karthik on IPL: একসঙ্গে তিন ফরম্যাট! আইপিএলের অবদান নিয়ে বিশ্বাস DK-এর
Indian Cricket: ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন আরসিবি ক্রিকেটারদের সঙ্গে। এরই মাঝে একটি অনুষ্ঠানে ভারতের প্রাক্তন কিপার ব্যাটারের বড় দাবি। অবশ্য তাঁর দাবিকে উড়িয়েও দেওয়া যায় না।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত সংস্করণেও ছিলেন প্লেয়ার। এ বার নতুন ভূমিকায় দেখা যাবে দীনেশ কার্তিককে। ২০০৮ সালে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শুরু থেকেই এই টুর্নামেন্টে খেলেছেন। গত মরসুমে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এ বার এই টিমেরই ব্যাটিং কোচ তিনি। ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন আরসিবি ক্রিকেটারদের সঙ্গে। এরই মাঝে একটি অনুষ্ঠানে ভারতের প্রাক্তন কিপার ব্যাটারের বড় দাবি। অবশ্য তাঁর দাবিকে উড়িয়েও দেওয়া যায় না। তাঁর মতে, আইপিএলের সৌজন্যে ভারতীয় ক্রিকেট আজ যে জায়গায়, একই সঙ্গে দু-তিনটে টিম নামাতে পারে।
দেশের প্রাক্তন কিপার ব্যাটার দীনেশ কার্তিক বলেন, ‘প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে জয়ের খিদে তৈরি করেছে আইপিএল।’ একটি অনুষ্ঠানে আরসিবি ডিরেক্টর মো বোবাত এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ঈশা গুহর সঙ্গে কথাবার্তায় বলেন, ‘আইপিএলের সৌজন্যে প্লেয়াররা আর্থিক ভাবেও উন্নতি করেছে। অনেক টিমের কাছেও লাভজনক হয়ে উঠেছে। যেটা ক্রিকেটের পরিকাঠামোয় কাজে লেগেছে। আর পরিকাঠামোয় উন্নতি হলে খেলায় উন্নতি হবে, এটাই প্রত্যাশিত।’
ভারতীয় ক্রিকেটের উন্নতি প্রসঙ্গে বলেন, ‘এটুকু বলতে পারি, ভারতীয় ক্রিকেটকে মসৃণ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত চাইলে এক সঙ্গে দুটো-তিনটে টিম নামাতে পারে। আর সেই দলগুলো সমান শক্তিশালীই হবে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দুর্দান্ত জায়গায়। ক্রিকেটারদের দক্ষতা এবং সব দিক থেকেই।’ তাঁর এই দাবিকে ওড়ানোর মতো জায়গা নেই। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কও এমনই মন্তব্য করেছেন। ভারতের রিজার্ভবেঞ্চ খুবই শক্তিশালী।





