AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ‘সেরা’ ম্যাচ, সেওয়াগের কীর্তি মনে পড়ে?

ICC Champions Trophy 2025: আট দলের প্রতিযোগিতা। সব মিলিয়ে ১৫টি ম্যাচ। স্বাভাবিক ভাবেই রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা। একটা ম্যাচ হার মানেই ছিটকে যেতে পারে সেই টিম। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সংস্করণ শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের ইতিহাসে সেরা ম্যাচ।

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে 'সেরা' ম্যাচ, সেওয়াগের কীর্তি মনে পড়ে?
Image Credit: Clive Mason/Getty Images
| Updated on: Feb 18, 2025 | 4:30 PM
Share

সেই ২০১৭ সালের পর অবশেষে ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এ বারের আয়োজক তারাই। উদ্বোধনী ম্যাচে আয়োজক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গত সংস্করণের রানার্স ভারত অভিযান শুরু করছে প্রতিযোগিতার দ্বিতীয় দিন। প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আট দলের প্রতিযোগিতা। সব মিলিয়ে ১৫টি ম্যাচ। স্বাভাবিক ভাবেই রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা। একটা ম্যাচ হার মানেই ছিটকে যেতে পারে সেই টিম। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সংস্করণ শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের ইতিহাসে সেরা ম্যাচ। দেখুন তো আপনার পছন্দের তালিকাতেও এই ম্যাচ রয়েছে কি না!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নানা রুদ্ধশ্বাস ম্যাচই দেখা গিয়েছে। তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুধু এই টুর্নামেন্টেই নয়, ক্রিকেট ইতিহাসেও অন্যতম ক্লাসিক ম্যাচ। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্ম বিজয়ী হয়েছিল ভারত। এর কারণ, সে সময় আইসিসির নিয়ম। বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে যায়। রিজার্ভ ডে থাকলেও ম্যাচ নতুন করে ম্যাচ শুরু হয়। সেদিনও বৃষ্টির কারণে ম্যাচ সম্পূর্ণ করা যায়নি। সে কারণেই এমন পরিস্থিতি। নয়তো একক ভাবেই সে বার জিততে পারত ভারত।

তবে ভারত-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচটি স্মরণীয় হয়ে রয়েছে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬১ রান তুলেছিল ভারত। বীরেন্দ্র সেওয়াগ ও যুবরাজ সিং হাফসেঞ্চুরি করেছিলেন। ওয়ান ডে ক্রিকেটে সে সময় এই স্কোর সুরক্ষিতই ধরা হত। কিন্তু দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় অনবদ্য খেলছিল। তারা যখন ২০০ রানে হাতে তখনও ৭ উইকেট এবং ৯ ওভার বাকি! এমন সময় ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মারাত্মক চাল। পেসারদের সরিয়ে পার্টটাইম স্পিনার বীরেন্দ্র সেওয়াগকে আক্রমণে আনেন। পরপর মার্ক বাউচার, জ্যাক কালিস, ল্যান্স ক্লুজনারদের ফেরান বীরু। স্পিনের দাপটে দুর্দান্ত জয়ে ফাইনালে ওঠে ভারত।