Rohit Sharma-Pakistan: স্বপ্ন নাকি বাস্তব…, পাকিস্তানে যাচ্ছেন রোহিত শর্মা!

ICC Champions Trophy: পাকিস্তান ক্রিকেট বোর্ড, বিসিসিআই এবং আইসিসির দীর্ঘ আলোচনায় অবশেষে হাইব্রিড মডেলেই সিলমোহর পড়েছিল। ভারতীয় দল সব ম্যাচ খেলবে দুবাইতে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতে। তবে রোহিত শর্মা কি কিছুক্ষণের জন্য পাকিস্তানে যাবেন?

Rohit Sharma-Pakistan: স্বপ্ন নাকি বাস্তব..., পাকিস্তানে যাচ্ছেন রোহিত শর্মা!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 15, 2025 | 5:09 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। এই নিয়ে অবশ্য অনেক জট ছিল। ২০১৭ সালে শেষ বার হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ সময় পরে ফিরছে ‘মিনি বিশ্বকাপ’ হিসেবে পরিচিত এই টুর্নামেন্ট। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না, অনেক আগেই জানিয়ে দিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড, বিসিসিআই এবং আইসিসির দীর্ঘ আলোচনায় অবশেষে হাইব্রিড মডেলেই সিলমোহর পড়েছিল। ভারতীয় দল সব ম্যাচ খেলবে দুবাইতে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতে। তবে রোহিত শর্মা কি কিছুক্ষণের জন্য পাকিস্তানে যাবেন?

ভারতীয় বোর্ড এখনও অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেনি। তবে এই টুর্নামেন্টে রোহিতের উপর আস্থা রাখা হবে এমনটাই খবর। ২০২৩ সালে ঘরের মাঠে রোহিতের নেতৃত্বেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন। রোহিত শর্মার পরবর্তী টার্গেট চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। টুর্নামেন্টের উদ্বোধন হবে ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি। সেখানে অংশগ্রহণকারী আট দেশের ক্যাপ্টেনকে নিয়ে ফটোশুট এবং টুর্নামেন্টের আগে সকল ক্যাপ্টেনকে নিয়ে প্রেস কনফারেন্সও হবে। সেখানে রোহিত শর্মাকেও দেখা যাবে, আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ফেব্রুয়ারির ১৯ তারিখ শুরু হবে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে প্রথম ম্যাচ। ভারত অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ অবশ্যই দুবাইতে। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড আশাবাদী বাকি ক্যাপ্টেনের মতো রোহিত শর্মাও থাকবেন পাকিস্তানে। বোর্ডের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘অবশ্যই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রোহিত শর্মা কিংবা ভারতীয় দলের কোনও প্রতিনিধি, বোর্ড কর্তাও থাকতে পারেন।’ আরও যোগ করেন, ‘এটি তো টুর্নামেন্টের প্রোটোকলের মধ্যেই পড়ে। আশা করা হচ্ছে, ১৬ কিংবা ১৭ তারিখ উদ্বোধনী অনুষ্ঠান হবে।’

এই খবরটিও পড়ুন

ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কারও তরফেই অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চয়তা পায়নি ভারত অধিনায়ক রোহিতও পাকিস্তানে যাবেন এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। পাকিস্তান ক্রিকেট বোর্ড আশাবাদী, রোহিত যাবেন। স্বপ্ন নাকি বাস্তব, এখনই অবশ্য বলা যাচ্ছে না!