BCCI: বিসিসিআইয়ের অন্দরে নাটক, প্রধান নির্বাচক পদে ফের চেতন শর্মা!
চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সময়ে ভারতীয় ক্রিকেটে নানা বিতর্ক দেখা দিয়েছিল। তার পরও তিনিই থাকতে চলেছেন প্রধান নির্বাচক পদে?

নয়াদিল্লি: বাইশে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের (India) ব্যর্থতার পর শাস্তির খাড়া নেমে আসে সিনিয়র দল নির্বাচন কমিটিতে। জাতীয় নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা (Chetan Sharma) সহ সকলকেই বরখাস্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এর পর জানা যায়, নতুন নির্বাচক কমিটি তৈরি করা হবে। হঠাৎ করেই অন্যদিকে জল গড়াচ্ছে। সূত্রের খবর, চেতন শর্মাই থাকতে পারেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচকের পদে। কুড়ি-বিশের বিশ্বকাপের পর বরখাস্ত হয়েও, ফের পুরনো দায়িত্বে ফিরতে চলেছেন চেতন শর্মা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, রজার বিনির বোর্ড সম্ভবত আর একটা সুযোগ দিতে চাইছে চেতন শর্মাকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ভারতীয় বোর্ডের ৩ সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি নতুন নির্বাচক বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে। এই কমিটিতে রয়েছেন অশোক মলহোত্রা, যতীন পরঞ্জাপে এবং সুলাশানা নায়ক। অশোক মলহোত্রার নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি দ্বারা পুনর্গঠিত নির্বাচক কমিটিতে স্থান পাওয়ার জন্য সোমবার অন্তত সাতজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। চেতন শর্মা, হরবিন্দর সিং, অময় খুরেসিয়া, অজয় রাত্র, এসএস ডিএ, এস শরথ এবং কনর উইলিয়ামস সোমবার সাক্ষাৎকারের জন্য উপস্থিত ছিলেন। হরবিন্দর সিংয়েরও নির্বাচন কমিটিতে থাকার সম্ভাবনা রয়েছে।
বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচকদের যোগ্যতার মানদণ্ড কী?
* নূন্যতম খেলা উচিত ছিল
– ৭টি টেস্ট ম্যাচ; বা
– ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ; বা
– ১০টি ওডিআই এবং ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ।
* কমপক্ষে ৫ বছর আগে খেলা থেকে অবসর নেওয়া।
* কোনও ব্যক্তি যিনি মোট ৫ বছর ধরে কোনও ক্রিকেট কমিটির (বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী) সদস্য ছিলেন তিনি পুরুষদের নির্বাচন কমিটির সদস্য হওয়ার যোগ্য হবেন না।
চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সময়ে ভারতীয় ক্রিকেটে নানা বিতর্ক দেখা দিয়েছিল। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া ভালো পারফর্ম না করতে পারার পর, যে কারণে, বরখাস্ত হয়েছিল চেতন শর্মা-সহ জাতীয় নির্বাচন কমিটির বাকি সদস্যরা। এর পরও ফের জাতীয় নির্বাচন কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করা হতে পারে চেতন শর্মাকে। এই খবর রীতিমতো প্রশ্ন তুলছে, বিসিসিআইয়ের অন্দরে তা হলে কী নাটক চলছে!





