Cheteshwar Pujara: কাউন্টি চ্যাম্পিয়নশিপে নির্বাসিত চেতেশ্বর পূজারা, সাসেক্সের কাটা গেল ১২ পয়েন্ট
কাউন্টি চ্যাম্পিয়নশিপে (County Championship) হঠাৎই নির্বাসিত সাসেক্সের (Sussex) অধিনায়ক চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। একইসঙ্গে বড়সড় পেনাল্টি হল তাঁর দলের। ১২ পয়েন্ট কাটা গেল সাসেক্সের। ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা সাসেক্সের হয়ে পরবর্তী একটি ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে এক ম্যাচ নির্বাসিত হলেন পূজারা?
নয়াদিল্লি: কাউন্টি চ্যাম্পিয়নশিপে (County Championship) হঠাৎই নির্বাসিত সাসেক্সের (Sussex) অধিনায়ক চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। নিজে কোনও দোষ করেননি, কিন্তু তারপরও তাঁকে নির্বাসিত হতে হল। একইসঙ্গে বড়সড় পেনাল্টি হল তাঁর দলের। ১২ পয়েন্ট কাটা গেল সাসেক্সের। আসলে সাসেক্সের দুই ক্রিকেটার, টম হেইনস ও জ্যাক কারসন শৃঙ্খলাভঙ্গ করেছেন। যে কারণে ক্যাপ্টেন চেতেশ্বর পূজারা সাসেক্সের হয়ে পরবর্তী একটি ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে এক ম্যাচ নির্বাসিত হলেন পূজারা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
হোভে লেস্টারশায়ারের বিরুদ্ধে সাসেক্সের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর থেকে যে ম্যাচ হয়েছিল, সেখানে শৃঙ্খলাভঙ্গ করেন পূজারার দুই সতীর্থ, টম হেইনস ও জ্যাক কারসন। পূজারা নিজে কোনও দোষ না করলেও, তাঁর এই দুই সতীর্থর আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তাঁকে নির্বাসিত হতে হল। ইসিবির পক্ষ থেকে এই ঘটনার পর এক বিবৃতি দেওয়া হয়েছে। লেস্টারশায়ারের বিরুদ্ধে সাসেক্স শেষ ম্যাচে জিতেছে ঠিকই, কিন্তু ওই ম্যাচের মধ্যেই তৃতীয় এবং চতুর্থ পেনাল্টি পায় সাসেক্স (এর আগে ডারহামের বিরুদ্ধে প্রথম পেনাল্টি এবং ইয়র্কশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় পেনাল্টি পেয়েছিল সাসেক্স)। তাই পেশাদারিত্ব নীতির ৪.২৯ ধারা অনুযায়ী, সাসেক্সের ১২ পয়েন্ট কেটে নেওয়া হল। একইসঙ্গে নিয়ম অনুযায়ী, সাসেক্সের অধিনায়ক চেতেশ্বর পূজারাকেও এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে ইসিবি।
আসলে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে যে পেশাদারিত্বের নীতি তৈরি করা হয়েছে, তাতে নিয়ম অনুযায়ী, কোনও মরসুমে কোনও দল চারটি ‘ফিক্সড পেনাল্টি’ পেলে তাদের এই শাস্তির মুখে পড়তে হয়। আপাতত এই শৃঙ্খলাভঙ্গের কারণে ১২ পয়েন্ট কেটে নেওয়ায় কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে তিন নম্বর থেকে পাঁচে নেমে গেল সাসেক্স। আজ, ডার্বিশায়ারের বিরুদ্ধে সাসেক্সের ম্যাচ। তাতে দেখা যাবে না পূজারাকে। আজকের ম্যাচে নেই টস ও জ্যাক। সাসেক্সের হেড কোচ পল ফারব্রেস বলেন, ‘আমরা জ্যাক এবং টমকে ডার্বিশায়ারের ম্যাচে খেলাচ্ছি না। আম্পায়ার এবং ম্যাচ রেফারি দুই ক্রিকেটারকে অন ফিল্ড লেভেল এক এবং দুই এর অপরাধের জন্য অভিযুক্ত করে। এই সিদ্ধান্তের পরে, আমাদের একটি পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এই ধরণর আচরণকে আমরা ক্ষমা করব না। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, চেতেশ্বর পূজারা এমনিতেই জানিয়েছেন সাসেক্সের হয়ে শেষ ম্যাচ তিনি খেলবেন না। ভারতে ফিরবেন। ফলে এ বারের মতো তাঁর কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলা শেষ হল।