Harmanpreet Kaur: পাকিস্তানের বিরুদ্ধে জিতেও স্বস্তি নেই, পূজার পর হরমনপ্রীত, চোটের তালিকা বাড়ল ভারতীয় শিবিরে
ICC Women's T20 World Cup 2024: রবিবার দুবাইতে টিম ইন্ডিয়া জিতলেও, ভারতীয় শিবিরে অস্বস্তি তৈরি হল। একে পূজা বস্ত্রকারের চোট ছিল। তার উপর পাক ম্যাচে চোট পেলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর।
কলকাতা: কিউয়িদের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ভারত। দ্বিতীয় ম্যাচে পাক-বধ করে ট্র্যাকে ফিরেছে টিম ইন্ডিয়া। রবিবাসরীয় ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ জমজমাট হল। কিন্তু টিম ইন্ডিয়া জিতলেও, ভারতীয় শিবিরে অস্বস্তি তৈরি হল। একে পূজা বস্ত্রকারের চোট ছিল। যে কারণে, তিনি পাক ম্যাচে খেলতে পারলেন না। তার উপর নিদা দারদের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পেলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন তিনি। কিন্তু ১৯তম ওভারে গলায় চোট পেয়ে নিজেই মাঠ ছাড়তে বাধ্য হন হ্যারি।
দুবাইতে পাক ক্রিকেটারদের ৮ উইকেটে ১০৫ রানে আটকে দেন ভারতীয় বোলাররা। অরুন্ধতী রেড্ডি নেন ৩ উইকেট। সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ভারতীয় বোলারদের কাজ পূর্ণ হওয়ার পর হ্যারিদের ব্যাট হাতে দ্রুত রান তোলাই ছিল লক্ষ্য। সেখানে ১০৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে হতাশ করেন হরমনপ্রীত কৌরের ডেপুটি। ১৬ বলে ৭ রানে ফেরেন স্মৃতি। ওপেনার শেফালি ভার্মা ৩৫ বলে ৩২ রান করেন। তিনে জেমাইমাকে নামায় ভারত। ২৮ বলে ২৩ রান করেন জেমি। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ম্যাচ শেষ করতে পারতেন। কিন্তু ১৯তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ২৪ বলে ২৯ রানের ইনিংস ক্যাপ্টেন হ্যারির।
কী ভাবে চোট পেলেন হরমনপ্রীত? সেই সময় চলছিল ১৯তম ওভারের খেলা। ওভারের চতুর্থ ডেলিভারি নিদা দার দেওয়ার পর হরমনপ্রীত ক্রিজ ছেড়ে এগোতে যান, সেই সময় বল লাফিয়ে উইকেটকিপারের কাছে পৌঁছে যায়। পাক উইকেটকিপার ব্যাটার মুনিবা তা দ্রুত ধরে স্টাম্পিং করতে যাচ্ছিলেন, যদি ঠিকমতো বল কালেক্ট করতে পারতেন তা হলে স্টাম্পিং নিশ্চিত ছিল। সেই সময় ফুল বডি স্ট্রেচ করেন হরমনপ্রীত। ওঠার সময় বেকায়দায় অবস্থায় পড়েন। তাতেই গলাতে চোট পান তিনি। মনে করা হয়েছিল সামান্য চোট। সঙ্গে সঙ্গে ভারতীয় টিমের ফিজিয়ো মাঠে আসেন। হরমনপ্রীতের চোখে-মুখে যন্ত্রণা ফুটে ওঠে। ৮ বল বাকি থাকতেই মাঠ ছাড়ায় চিন্তা বাড়ল। প্রবল অস্বস্তি না হলে ম্যাচের ওই সময় মাঠ ছাড়তেন না হরমনপ্রীত।
Hope Harmanpreet Kaur is okay, Team India needs you #INDvPAK #INDvsPAK #T20WomensWorldCup #INDIAWIN #HarmanpreetKaur pic.twitter.com/RiAODLqo6i
— ANUJ THAKKUR (@anuj2488) October 6, 2024