T20 World Cup 2024: বউকে খুশি রাখতে আমেরিকায় পাড়ি, ঘুরল ভাগ্যের চাকা কোরির
এক সময় নিউজিল্যান্ডের জার্সিতে তিনি মাঠে ফুল ফোটাতেন। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন। তাঁর ব্যাট শুধু নয়, এখন তাঁর বোলিংও গল্প তৈরি করে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে খেলতে দেখা যাচ্ছে। জানেন কথা হচ্ছে কোন ক্রিকেটারকে নিয়ে?
কলকাতা: ক্রিকেট বিশ্বে অতীতে তিনি পরিচিত ছিলেন শুধু বিধ্বংসী ব্যাটার ছিলেন। এক সময় নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে ফুল ফোটাতেন। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন। তাঁর ব্যাট শুধু নয়, এখন তাঁর বোলিংও গল্প তৈরি করে। কথা হচ্ছে কোন ক্রিকেটারকে নিয়ে? কোরি অ্যান্ডারসন (Corey Anderson)। ২০২০ সালে নিউজিল্যান্ডের হয়ে অবসর ঘোষণা করেন কোরি। তারপর মেজর লিগ ক্রিকেটে খেলতে চলে যান। অবশ্য এও বলা চলে যে মার্কিনি বউয়ের জন্য লাক ফিরেছে কোরি অ্যান্ডারসনের। কিন্তু কীভাবে?
আসলে মেরি মার্গারেট টেক্সাসের মেয়ে। কোরির সঙ্গে বিয়ের পর মার্গারেট নিউজিল্যান্ডেই থাকতেন। তাঁর মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল। তাই যখন কোরি অ্যান্ডারসন কিউয়িদের হয়ে অবসর ঘোষণা করেন, তার পর তাঁরা দু’জন টেক্সাসে চলে আসেন। নিউজিল্যান্ডের হয়ে কোরি অ্যান্ডারসনের অবসর নেওয়ার অন্যতম কারণ, তাঁর সেখানে যতটা সুযোগ পাওয়ার কথা ছিল সেটা তিনি পাচ্ছিলেন না। যে কারণে ইউএসএতে খেলতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন কোরি।
View this post on Instagram
ইউএসএর হয়ে কোরির খেলার নেপথ্যে তাঁর স্ত্রী মেরি মার্গারেট। করোনার সময় টেক্সাসে বেশি সময় তাঁরা একসঙ্গে কাটিয়েছিলেন। গ্রিক আইল্যান্ডে ২০১৮ সালে কোরি ও মেরির এনগেজমেন্ট হয়েছিল। সে বছরই তাঁদের বিয়ে হয়। বউকে খুশি রাখতে আমেরিকায় পাড়ি দেওয়া কোরির ভাগ্যের চাকা ঘুরে যায় আমেরিকার হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাওয়ায়।
View this post on Instagram
কোরি অ্যান্ডারসনকে বারের টি-২০ বিশ্বকাপে খেলতে দেখা যাচ্ছে। আগামিকালই বিশ্বকাপের সুপার এইটে রয়েছে আমেরিকার ম্যাচ। ওই ম্যাচে কোরিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথম বার বিশ্বকাপে খেলে সুপার এইটে উঠে ইতিহাস গড়েছে আমেরিকা। এ বার দেখার ক্রিকেটে নবাগত আমেরিকা এই টুর্নামেন্টে কতদূর যায়।