AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK, IPL 2025: এখনই হাল ছাড়ছি না… টানা ৫ ম্যাচ হেরেও আশার আলো সিএসকেতে

আইপিএলের ইতিহাসে চেন্নাই অন্যতম সফল দল। তবে আগের মরসুমেও তাদের ভাগ্য সঙ্গ দেয়নি। এ বারও যেন খেই হারিয়েছে চেন্নাই।

CSK, IPL 2025: এখনই হাল ছাড়ছি না... টানা ৫ ম্যাচ হেরেও আশার আলো সিএসকেতে
CSK, IPL 2025: এখনই হাল ছাড়ছি না... টানা ৫ ম্যাচ হেরেও আশার আলো সিএসকেতেImage Credit: IPL Website
| Updated on: Apr 12, 2025 | 2:01 PM
Share

কলকাতা: ‘এখনই হাল ছাড়ছি না’, চিপকে নাইটদের কাছে আইপিএলের (IPL) ম্যাচ হেরে এই কথা গুলো বলেছেন সিএসকের কোচ। চলতি আইপিএলে টানা ৫ ম্যাচ হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দলের ব্যাটিং কোচ মাইক হাসির বক্তব্য, তাঁর দল এখনই আত্মসমর্পণ করতে নারাজ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কী করলে তাঁর দল ঘুরে দাঁড়াবে।

অতীতে দেখা গিয়েছে টুর্নামেন্টের শুরুর দিকে পরপর ম্যাচ হেরেও ঘুরে দাঁড়িয়েছে সিএসকে। এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল সিএসকে। এরপর আর জয়ের স্বাদ মেলেনি ধোনিদের। আইপিএল একটা লম্বা টুর্নামেন্ট। সিএসকে-র ভাগ্য বদলে দিতে পারে কোন পরিস্থিতি, তা জানিয়েছেন ধোনিদের কোচ। চিপকে শুক্রবার ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসি বলেছেন, “এই মুহূর্তে হাল ছেড়ে দেওয়ার মত সময় আসেনি। আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট। এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে। শুধু একটা ভালো ছন্দ দরকার।”

দলের ধারাবাহিকতা নিয়ে তিনি আরও বলেছেন, “আমরা এই মুহূর্তে একদম ভালো ছন্দে নেই। দল ধারাবাহিক ভাবে ভালো খেলতে পারছে না। আমরা সেটা স্বীকার করছি। তবে তার মানে এই নয় যে আমরা এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারব না। আমরা কঠোর পরিশ্রম করছি। ঘুরে দাঁড়ানোর জন্য। কয়েকটি ম্যাচ জিতলেই দল ঘুরে দাঁড়বে। আমাদের দলের খেলার ধরন নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমাদের দলে যে প্লেয়াররা আছে, আমরা সকলকে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলে যেতে বলেছ।”

আইপিএলের ইতিহাসে চেন্নাই অন্যতম সফল দল। তবে আগের মরসুমেও তাদের ভাগ্য সঙ্গ দেয়নি। এ বারও যেন খেই হারিয়েছে চেন্নাই। চলতি আইপিএলে ৫ ম্যাচ খেলার পর ক্যাপ্টেন বদলের পথে হাঁটতে হয়েছে চেন্নাইকে। ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাই নেতৃত্বের ব্যাটন উঠেছে ফের ধোনির হাতে। তিনি নেতৃত্ব দিয়ে দলের ভাগ্য ফিরিয়ে দিতে অবশ্য পারেননি। তবে একটাই আশা যে, টুর্নামেন্ট এখনও শেষ হয়নি।