CSK vs GT Playing XI IPL 2024: কাটে কা টক্কর… স্কোরলাইন ১-১, ঋতু নাকি গিল এগোবেন কে?

Chennai Super Kings vs Gujarat Titans: আজ, মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস ও শুভমন গিলের গুজরাট টাইটান্সের দ্বৈরথ। ওই ম্যাচে নজর রাখবেন দুই দলের কোন ক্রিকেটারদের দিকে, জেনে নিন বিস্তারিত।

CSK vs GT Playing XI IPL 2024: কাটে কা টক্কর... স্কোরলাইন ১-১, ঋতু নাকি গিল এগোবেন কে?
CSK vs GT Playing XI IPL 2024: কাটে কা টক্কর... স্কোরলাইন ১-১, ঋতু নাকি গিল এগোবেন কে?Image Credit source: IPL Website
Follow Us:
| Updated on: Mar 26, 2024 | 8:00 AM

কলকাতা: স্কোরলাইন এখন ১-১। আইপিএলে ঋতুরাজ গায়কোয়াড় ও শুভমন গিলের ক্যাপ্টেন্সির স্কোরলাইন আপাতত ১-১। মঙ্গলবার রাতে এই স্কোরলাইন ২-১ হবে। কিন্তু এগিয়ে যাবেন কে? ঋতু নাকি গিল? জানতে হলে ক্রিকেট প্রেমীদের নজর রাখতে হবে চিপকে। আজ, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস (CSK) ও শুভমন গিলের গুজরাট টাইটান্সের (GT) দ্বৈরথ। ওই ম্যাচে নজর রাখবেন দুই দলের কোন ক্রিকেটারদের দিকে, জেনে নিন বিস্তারিত।

চেন্নাই সুপার কিংসের যে ৬ ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে— ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, মহেন্দ্র সিং ধোনি, মুস্তাফিজুর রহমান, সমীর রিজভি ও দীপক চাহার।

  • সিএসকের নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের দিকে স্বাভাবিকভাবেই এ বারের আইপিএলে বিশেষ নজর থাকবে। প্রথম ম্যাচে ১৫ বলে ১৫ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তাঁর দিকে বিশেষ নজর থাকবে।
  • চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বরাবরই সিএসকের মূল আকর্ষণ। ফলে স্বাভাবিকভাবে চিপকে তাঁর দিকে নজর অতি অবশ্যই থাকবে।
  • এ বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। কুড়ি-বিশের বিশ্বকাপই ফোকাস দীপক চাহারের। প্রথম ম্যাচে মাত্র ১টি উইকেট পেলেও আইপিএলের বাকি ম্যাচগুলোতে নিজেকে প্রমাণ করতে চান দীপক।
  • কিউয়ি তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রর দিকে নজর রাখতে হবে। উদ্বোধনী ম্যাচে ১৫ বলে তিনি ৩৭ রান করেছিলেন। সিএসকের আগামী ম্যাচে রাচিনের দিকে সকলের নজর থাকবে।
  • বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান সিএসকের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে মোড় ঘুরিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্সের জন্য় মুস্তাফিজুরের দিকে নজর রাখতে হবে।
  • চেন্নাই সুপার কিংস শিবিরের আনক্যাপড ক্রিকেটার সমীর রিজভির দিকেও বাড়তি নজর রাখতে হবে। প্রথম ম্যাচে একাদশে ছিলেন। অবশ্য ব্যাটিংয়ের সুযোগ পাননি।

গুজরাট টাইটান্সের যে ৫ ক্রিকেটারদের দিকে বাড়তি নজর থাকবে— শুভমন গিল, রশিদ খান, ঋদ্ধিমান সাহা, সাই কিশোর, সাই সুদর্শন ও আজমতুল্লা ওমরজাই।

  • তরুণ অধিনায়ক শুভমন গিলের অধীনে গুজরাট টাইটান্স প্রথম ম্যাচ জিতেছে। ওই ম্যাচে গিল ২২ বলে ৩১ রান করেছিলেন। তাঁর ক্যাপ্টেন্সিতে গুজরাট এই মরসুমে কেমন পারফর্ম করেন সেটাই দেখার। গুজরাটকে পরপর দুটি ম্যাচ শুভমন জেতাতে পারেন কিনা, সেদিকেও দর্শকের নজর থাকবে।
  • আফগান স্পিনার রশিদ খান গুজরাট টাইটান্সের অন্যতম শক্তি। প্রথম ম্যাচে তিনি উইকেট পাননি। কিন্তু তাঁর নিয়ন্ত্রিত বোলিং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাটকে জিততে সাহায্য করেছিল।
  • সিনিয়র উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা এখনও গুজরাট টাইটান্সের বড় ভরসা। প্রথম ম্যাচে ১৫ বলে ১৯ রান করেছিলেন ঋদ্ধি। কিপিংয়ে তিনি শুভমনের টিমের অন্যতম ভরসা।
  • রশিদ খানের মতো সাই কিশোর প্রথম ম্যাচে উইকেট পাননি। কিন্তু এই দুই বোলার বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
  • তরুণ তুর্কি সাই সুদর্শন মুম্বইয়ের বিরুদ্ধে ৩৯ বলে ৪৫ রান করেছিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে সাইয়ের ওই ইনিংস দলের স্কোরবোর্ডে খানিকটা অক্সিজেন জুগিয়েছিল।
  • হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স ছাড়ার পর টিমের প্রয়োজন ছিল একজন পেস বোলিং অলরাউন্ডার। মহম্মদ সামিও টিমে নেই। ব্য়াটিংয়ে বড় ইনিংস খেলতে পারেননি আফগান তারকা আজমতুল্লা ওমরজাই। কিন্তু বোলিংয়ে তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ১০০ শতাংশ পূরণ করেন।