Tushar Deshpande: বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ধোনির দলের আর এক তারকা, বাগদান সারলেন তুষার দেশপান্ডে

Tushar Deshpande engagement : স্কুলের ক্রাশ থেকে বাগদত্তা... ছেলেবেলার বান্ধবীর সঙ্গে এনগেজমেন্ট সেরে নিলেন মহেন্দ্র সিং ধোনির দলের অন্যতম সেরা অস্ত্র তুষার দেশপান্ডে।

Tushar Deshpande: বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ধোনির দলের আর এক তারকা, বাগদান সারলেন তুষার দেশপান্ডে
বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ধোনির দলের আর এক তারকা, বাগদান সারলেন তুষার দেশপান্ডে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 10:08 AM

মুম্বই : আরও একটা উইকেট পড়ল চেন্নাই সুপার কিংসের (CSK)। না এ কোনও আইপিএলের (IPL) ম্যাচে সিএসকের উইকেট নয়। এ হল অন্যভাবে উইকেট পড়া। আসলে সিএসকের এক তরুণ তারকা এ বার এনগেজমেন্ট করলেন। আইপিএলের পরই মহেন্দ্র সিং ধোনির দলের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের বিয়ে হয়েছে। এ বার স্কুলের বান্ধবীর সঙ্গে বাগদান সেরে নিলেন চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা অস্ত্র তুষার দেশপান্ডে (Tushar Deshpande)। এ বারের আইপিএলে মাহির দলকে চ্যাম্পিয়ন বানানোর জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন তুষার। মাহির দলের এই তারকা ১৬তম আইপিএলে লাইমলাইটে এসেছিলেন। এ বার ইন্সটাগ্রামে ইয়েলোব্রিগেডের সদস্য তুষার নিজের এনগেজমেন্টের ছবি শেয়ার করে খুশির খবর জানিয়েছেন। তুষারের বাগদত্তাকে চেনেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মুম্বইয়ে পরিবার ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে এনগেজমেন্ট করলেন সিএসকের ক্রিকেটার তুষার দেশপান্ডে। তাঁর বাগদত্তার নাম নবা গদ্দামওয়ার। ১৬তম আইপিএলে সিএসকের একাধিক ম্যাচে তাঁকে স্টেডিয়ামে দেখা গিয়েছে। নবার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা রয়েছে। তিনি কী করেন তা জানা যায়নি। তবে, ইন্সটাগ্রামে তুষার তাঁদের এনগেজমেন্টের কয়েকটি ছবি শেয়ার করেছেন। যার মধ্যে একটি ছবি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তুষার ও নবার এনগেজমেন্ট রিং দু’টি রাখা ছিল একটি লাল বলের উপর। এবং সেই বলটি ছিল তুষার ও নবার হাতে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ১২ জুন তাঁদের বাগদান হয়েছে। তুষার সেই খবর জানিয়ে ইন্সটাগ্রামে যে পোস্টটি করেছেন তার ক্যাপশনে লিখেছেন, ‘ওর প্রোমোশন হল। আমার স্কুলের ক্রাশ থেকে এখন ও আমার বাগদত্তা।’

তুষারকে শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রামে সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় লিখেছেন, ‘শুভেচ্ছা তুষার। আর এই ক্লাবে তোমাকে স্বাগত জানাই।’ সদ্য মহারাষ্ট্রের মহিলা ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের সঙ্গে বিয়ে হয়েছে ঋতুরাজের। তাই বন্ধু, সতীর্থর এনগেজমেন্টের পর এমন মজার কমেন্ট করেছেন ঋতু। তাঁর পাশাপাশি সূর্যকুমার যাদব, মোহিত শর্মা ও শিবম মাভিরাও শুভেচ্ছা জানিয়েছেন তুষারকে। সিএসকের ক্রিকেটার শিবম দুবে সস্ত্রীক হাজির ছিলেন তুষার-নবার এনগেজমেন্টে।

সিএসকের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এ বারের আইপিএলে ধোনির দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার হয়েছেন তুষার দেশপান্ডে। ১৬টি ম্যাচে খেলে ২১টি উইকেট নিয়েছেন তিনি।