David Warner, IPL 2022 Auction: দিল্লি ক্যাপিটালস কিনল ওয়ার্নারকে
David Warner, Auction Price : দিল্লি ক্যাপিটালস ৬.২৫ কোটি টাকায় কিনল ডেভিড ওয়ার্নারকে।
বেঙ্গালুরু: আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) ডেভিড ওয়ার্নারকে (David Warner) ৬.২৫ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকে মাঝপথে তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর তাঁকে রাখা হচ্ছিল না প্রথম একাদশেও। তখনই ওয়ার্নার ঠিক করে ফেলেছিলেন এই দলে থাকা যাবে না। আইপিএলের রিটেনশনে তাঁকে ধরেও রাখেনি নিজামের শহরে দল। আইপিএলে তাঁকে হায়দরাবাদ উপেক্ষা করার পরই টি-২০ বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে সব প্রশ্নের জবাব দিয়ে দেন ওয়ার্নার। অস্ট্রেলিয়াকে গত বছরের টি-২০ বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন ওয়ার্নার। বেস প্রাইস ২ কোটি ছিল ওয়ার্নারের।
Our first buy ➡️ David Warner ?
Today, when eyeballs from all over ?? are on our pages as we hope to build the perfect squad, we'd also like to shed some light on the good Samaritans who provide hope and help to people in crisis and make our city a better place ? pic.twitter.com/oHzWyI1CWo
— Delhi Capitals (@DelhiCapitals) February 12, 2022
ওপেনিং ব্যাটারের খোঁজে ছিল দিল্লি। শিখর ধাওয়ান ও পৃথ্বী শ দিল্লির হয়ে ওপেনিং করতেন। এই জুটি সফলও ছিল। কিন্তু এ বারের রিটেনশনে পৃথ্বী শ-কে ধরে রাখলেও, ধাওয়ানকে ধরে রাখতে পারেনি পন্থের দল। ফলে নিলামে টিম দিল্লির নজর ছিল ভালো ওপেনিং ব্যাটারের।
২০০৯ সাল থেকে আইপিএলে খেলছেন অজি তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে আত্মপ্রকাশ হয় ওয়ার্নারের। ২০১৩ সাল পর্যন্ত দিল্লিতে ছিলেন তিনি। তারপর হায়দরাবাদে যোগ দেন ওয়ার্নার। পাক্কা ৮ বছর পর পুরনো দলে ফিরলেন ওয়ার্নার।
ওয়ার্নার হায়দরাবাদের হয়ে ২০১৪-২০২১ সাল অবধি খেলেছিলেন। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই (৪০১৪ রান)। ওয়ার্নারের তালিকায় রয়েছে ২টি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি। আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক ওপেনারদের একজন, ওয়ার্নার। SRH-এর থাকাকালীন তিনবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন তিনি। তাঁর ক্যাপ্টেন্সিতেই ২০১৬ সালে হায়দরাবাদ প্রথম আইপিএল খেতাব জিতেছিল।
এ বার পন্থের অধীনে দিল্লিতে এক নতুন সফর শুরু করার পালা ওয়ার্নারের। আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।