AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni, CSK: ‘দোষ আমারই’, শেষ ওভারে হারের দায় নিজের ঘাড়েই তুলে নিলেন ধোনি

IPL 2025, RCB vs CSK: সেই রান তাড়া করতে নেমে মাত্র দু'রানে হেরে মাঠ ছাড়তে হয় চেন্নাইকে। সেই হারের দায় নিজের ঘাড়েই তুলে নিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার। ঠিক কী বলেছেন তিনি?

MS Dhoni, CSK: 'দোষ আমারই', শেষ ওভারে হারের দায় নিজের ঘাড়েই তুলে নিলেন ধোনি
Image Credit: BCCI
| Updated on: May 04, 2025 | 4:05 PM
Share

শনি-রাতে নজর ছিল বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামীতে। শেষ বার মুখোমুখি ধোনি-বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটাও হয়েছে রুদ্ধশ্বাস। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইকে ২১৪ রানের লক্ষ্য দেয় বেঙ্গালুরু। সেই রান তাড়া করতে নেমে মাত্র দু’রানে হেরে মাঠ ছাড়তে হয় চেন্নাইকে। সেই হারের দায় নিজের ঘাড়েই তুলে নিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার। ঠিক কী বলেছেন তিনি?

চিন্নাস্বামীতে মুখোমুখি হয়েছিল আইপিএলের জনপ্রিয় দু’টি দল। এই দুটি দল মাঠে নামলে শুধু খেলোয়াড় নয়, ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। গতকাল ম্য়াচে কাঁটে কা টক্কর দেখা গেল দুই দলের মধ্যে। বিরাট কোহলি, জেকব বেথেলের অর্ধশতরান এবং রোমারিও শেপার্ডের ঝোড়ো ১৪ বলে ৫৩ রানের ইনিংস ২১৩ রানে পৌঁছে দেয় বেঙ্গালুরুকে। আয়ুষ মাহত্রের ৪৮ বলে ৯৪ রান এবং জাডেজার ৪৫ বলে ৭৭ রানের ইনিংস চেন্নাইকে জয়ের চৌকাঠে পৌঁছে দিয়েছিল। দরকার ছিল একটা ভাল ফিনিশের। নামেন বিশ্বের এবং আইপিএলের অন্যতম সেরা ফিনিশার। স্টেডিয়াম গর্জে উঠে ধোনিকে স্বাগত জানায়। কিন্তু শেষরক্ষা হল না।

ম্যাচের শেষে হারের দায় নিজের ঘাড়েই তুলে নিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘আমি যে সময়ে নেমেছিলাম, সে সময় যা রান বাকি ছিল আর যত ডেলিভারি বাকি ছিল, সেই অনুযায়ী আরও কয়েকটা শট মারা উচিত ছিল। প্রেসার একটু কমতো। দোষ আমারই।’

দলের খেলোয়াড়দের ব্য়াটিংয়ের সীমাবদ্ধতা নিয়েও কথা বলেছেন ধোনি। বিশেষত লো-ফুলটস খেলায় সমস্য়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কেউই ওই শট (প্য়াডেল) খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই শট অনুশীলনের প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের বেশিরভাগ ব্য়াটার এই শট খেলতে পছন্দ করে না।’ জাডেজার ব্য়াটিং নিয়ে বলেছেন, ‘জাডেজা এই শট খেলতে পারে, কিন্তু ও নিজের পছন্দের শটই বেশি খেলছিল। ব্যাটিংয়ের জায়গাটায় আমাদের একটু খামতি রয়েছে। তবে এই ম্যাচে ব্যাটিংয়ের দিক থেকে দেখলে আমরা ভালো খেলেছি।’