AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhruv Jurel: ‘প্রথম বার সামনে থেকে স্যালুট করার সুযোগ পেলাম’, বলছেন জুরেল

IPL 2024, LSG vs RR: স্যালুট সেলিব্রেশনের কারণও জানিয়েছিলেন ধ্রুব জুরেল। তাঁর বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সীমান্তে যেমন লড়াই করতে হয়েছে, তেমনই ধ্রুব জুরেলকে ক্রিকেটার বানাতেও। টেস্ট ক্রিকেটে তাই ইংল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরির পর বাবাকে সম্মান জানাতেই স্যালুট করেছিলেন। কিন্তু সামনাসামনি! সেই সুযোগও এল। এ বারের আইপিএলে সেই অর্থে ব্যাটিংয়ের সুযোগ পাননি।

Dhruv Jurel: 'প্রথম বার সামনে থেকে স্যালুট করার সুযোগ পেলাম', বলছেন জুরেল
Image Credit: BCCI
| Updated on: Apr 28, 2024 | 11:58 AM
Share

ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজের কথা এত তাড়াতাড়ি কারও ভোলার নয়। বেশ কিছু তরুণ মুখ পেয়েছে ভারতীয় ক্রিকেট। এর মধ্যে অন্য়তম ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক। রাঁচি টেস্টে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। নজর কেড়েছিল তাঁর স্য়ালুট সেলিব্রেশন। গত বারের আইপিএলে হাতে গোনা সুযোগ পেয়েছিলেন। নজরও কাড়েন। ভারত এ দলের হয়ে ভালো খেলেন। টেস্টে সুযোগ মেলে।

স্যালুট সেলিব্রেশনের কারণও জানিয়েছিলেন ধ্রুব জুরেল। তাঁর বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সীমান্তে যেমন লড়াই করতে হয়েছে, তেমনই ধ্রুব জুরেলকে ক্রিকেটার বানাতেও। টেস্ট ক্রিকেটে তাই ইংল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরির পর বাবাকে সম্মান জানাতেই স্যালুট করেছিলেন। কিন্তু সামনাসামনি! সেই সুযোগও এল। এ বারের আইপিএলে সেই অর্থে ব্যাটিংয়ের সুযোগ পাননি। লখনউয়ের বিরুদ্ধে চাপের মুহূর্তে নামলেন।

ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের সঙ্গে চতুর্থ উইকেটে ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি। টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরির পরই পরিচিত সেই স্যালুট সেলিব্রেশন। ম্যাচ শেষে আবেগে ভাসলেন ধ্রুব জুরেল। বলেন, ‘ম্যাচটা শেষ করে আসচে চেয়েছিলাম। সঞ্জু ভাই বলে, চাপ না নিতে। পরিস্থিতি বুঝে শট খেলতে। এই স্যালুট সেলিব্রেশন বাবার জন্যই করি। টেস্ট ম্যাচেও করেছিলাম। কিন্তু বাবার সামনে সেই সুযোগ হয়নি। আজ বাবা স্ট্যান্ডে ছিল। প্রথম বার তার সামনে স্যালুট করার সুযোগ পেলাম।’