AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh : রিঙ্কু ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে কাকে প্রথম ফোন করেছিলেন, জানেন?

Dhruv Jurel on Rinku Singh : ঘরোয়া ক্রিকেটে রিঙ্কু সিংয়ের সঙ্গে খেলেন ধ্রুব জুরেল। আইপিএলে যদিও তাঁরা একে অপরের প্রতিপক্ষ। কারণ, রিঙ্কু রয়েছেন কেকেআরে আর ধ্রুব রাজস্থান রয়্যালসে। ধ্রুব আইপিএলে রিঙ্কুর প্রতিপক্ষ ঠিকই, কিন্তু তাঁরা সেই ছেলেবেলা থেকে একে অপরের ভালো বন্ধু। আর বন্ধু মানেই ভালো-খারাপ সময়ের সঙ্গী।

Rinku Singh : রিঙ্কু ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে কাকে প্রথম ফোন করেছিলেন, জানেন?
রিঙ্কু ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে কাকে প্রথম ফোন করেছিলেন, জানেন?
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 4:48 PM
Share

নয়াদিল্লি : একঝাঁক সুখ স্মৃতি দিয়ে গিয়েছে ১৬তম আইপিএল (IPL 2023)। পঞ্চম বার আইপিএল ট্রফি হাতে তুলে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৬তম আইপিএলে কেকেআর প্লে অফ অবধি পৌঁছতে পারেনি ঠিকই। তবে এ বারের আইপিএল রিঙ্কু সিংয়ের (Rinku Singh) কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেট দুনিয়া কোনও দিন ভুলবে না কেকেআর তারকা রিঙ্কুর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকানোর দৃশ্য। আলিগড়ের ছেলে রিঙ্কু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এক ম্যাচে যশ দয়ালের ওভারে পাঁচ বলে ৫টি ছয় মেরেছিলেন। আর এই কীর্তির পর রাতারাতি লাইমলাইটে চলে এসেছিলেন রিঙ্কু। নাইট তারকা সে দিন এই কীর্তি গড়ার পর কাকে প্রথম ফোন করেছিলেন জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঘরোয়া ক্রিকেটে রিঙ্কু সিংয়ের সঙ্গে খেলেন ধ্রুব জুরেল। আইপিএলে যদিও তাঁরা একে অপরের প্রতিপক্ষ। কারণ, রিঙ্কু রয়েছেন কেকেআরে আর ধ্রুব রাজস্থান রয়্যালসে। ধ্রুব আইপিএলে রিঙ্কুর প্রতিপক্ষ ঠিকই, কিন্তু তাঁরা সেই ছেলেবেলা থেকে একে অপরের ভালো বন্ধু। আর বন্ধু মানেই ভালো-খারাপ সময়ের সঙ্গী। তাই আইপিএলে ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে রিঙ্কু সবার প্রথম ফোন করেছিলেন ধ্রুব জুরেলকে। এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব নিজেই এ কথা জানিয়েছেন।

রিঙ্কুকে নিয়ে ধ্রুব বলেন, “ও লর্ড রিঙ্কু। আসলে ও ভীষণ ভদ্র এবং বিনয়ী। ঘরোয়া ক্রিকেট খেলি যখন আমরা তখন ও আমার রুমমেট থাকে। ও যখন আইপিএলে ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়েছিল (গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এ বারের আইপিএলে) তারপর আমাকে প্রথম ফোন করেছিল। ফোন করেই রিঙ্কু জিজ্ঞাসা করেছিল, ‘কেমন লাগল? বল না কেমন লাগল?’ এরপর ও জিজ্ঞাসা করেছিল, ‘লোকে কি আমার ব্যাপারে কথা বলছে?’ আমি ওকে বলেছিলাম, ‘আজ তুই যেটা করেছিল, আমার মনে হয় না সেটা আর কেউ করতে পারবে।’ ও খুব ভালো মনের মানুষ। খুব সাধারণ এবং নম্র।”

ধ্রুব ও রিঙ্কু ছেলেবেলা থেকে একে অপরকে চেনেন। নাইট তারকাকে নিয়ে ধ্রুব আরও বলেন, ‘রিঙ্কু বরাবর বলে যে, কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। এই বিষয়টাই ওকে সামনের দিকে এগোনোর জোর দেয়। আমরা ছেলেবেলা থেকে একটা রুম শেয়ার করা থেকে শুরু করে ক্রিজে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। ওর বাড়ি আলিগড়ে আর আমার বাড়ি আগরায়। দু’টো জায়গার মধ্যে খুব বেশি দূরত্ব নেই।’