Ranji Trophy 2024-25: রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে কত টাকার আর্থিক পুরস্কার পেলেন করুণ নায়াররা, কেরলের ঝুলিতে গেল কত?
করুণ নায়ারের অনবদ্য ইনিংসের সুবাদে রঞ্জি ট্রফিতে এই নিয়ে তৃতীয় বার চ্যাম্পিয়ন বিদর্ভ। ফাইনাল অবশ্য ড্র হয়েছিল। রঞ্জির ফাইনালে প্রথম ইনিংসে লিডের জন্য ভারতসেরা হয়েছে বিদর্ভ।

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে মুখোমুখি হয়েছিল কেরল (Kerala) ও বিদর্ভ (Vidarbha)। করুণ নায়ারের অনবদ্য ইনিংসের সুবাদে রঞ্জি ট্রফিতে এই নিয়ে তৃতীয় বার চ্যাম্পিয়ন বিদর্ভ। ফাইনাল অবশ্য ড্র হয়েছিল। রঞ্জির ফাইনালে প্রথম ইনিংসে লিডের জন্য ভারতসেরা হয়েছে বিদর্ভ। জানেন রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন করুণ নায়াররা? কেরলের ঝুলিতেই গেল কত টাকা?
এ বারের রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন হয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকা পেয়েছে বিদর্ভ। ২০২৩ সালের এপ্রিলে বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী প্রাইজ মানি বৃদ্ধি পেয়েছিল। সেই দিক থেকেই এ বার ভারতসেরা হয়ে করুণ নায়াররা পেলেন ৫ কোটি প্রাইজ মানি। আর টুর্নামেন্টের রানার্স হয়ে কেরল পেল ৩ কোটি টাকা।
ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে খেলেই উত্থান করুণ নায়ারের। জাতীয় দলে সুযোগ পান। খেলেছেন দাপিয়ে। পেয়েছিলেন সীমিত সুযোগ। কর্নাটকের হয়ে যখন সুযোগ পাচ্ছিলেন না, চেয়েছিলেন কেরলের হয়ে খেলতে। কিন্তু কেরল ক্রিকেট সংস্থা তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। শেষ অবধি বিদর্ভের হয়ে খেলার সুযোগ পান।
এই মরসুমে ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে ৯টি সেঞ্চুরি করেছেন। রঞ্জি ফাইনালে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর ২ হাত তুলে ইশারায় সেই সেলিব্রেশন করেছিলেন। ফাইনালে প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি মিস। দিনের খেলার শেষ দিকে রান আউট হন। প্রথম ইনিংসে ৮৬ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং। ব্যক্তিগত ৩১ রানে তাঁর ক্যাচ ফস্কান কেরলের অক্ষয় চন্দ্রন। এরপর ১৩৫ রানের অনবদ্য ইনিংস খেলে বিদর্ভের তৃতীয় রঞ্জি ট্রফি জয়ের নায়ক বনে যান করুণ নায়ার।





