Pakistan Cricket: এশিয়া কাপে স্বপ্নভঙ্গ, বিশ্বকাপের আগে বাবরদের বিশেষ পরামর্শ রামিজের
ভারতের বিরুদ্ধে বিরাট ব্যবধানে হার কিছুটা হলেও বাবর আজমদের আত্মবিশ্বাস টলিয়েছে। এমনটাই বলছে ক্রিকেট মহল। যে কারণে ফাইনালে ওঠার লড়াইয়ে গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে পাকিস্তান আটকে গিয়েছে। এ বারের এশিয়া কাপে পাকিস্তান ছিল অন্যতম ফেভারিট। সেই তারাই এখন টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এ বার দেখার ওডিআই বিশ্বকাপে কেমন পারফর্ম করে বাবর আজমের পাকিস্তান।
নয়াদিল্লি: বিশ্বের এক নম্বর ওডিআই টিম হয়ে এশিয়া কাপে (Asia Cup 2023) খেলতে নেমেছিল পাকিস্তান (Pakistan)। টুর্নামেন্টের শুরুটাও সেই রকম করেছিল বাবর আজমের টিম। কিন্তু পরপর ২ ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল গ্রিন আর্মি। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে ২২৮ রানের বিরাট ব্যবধানে হারে পাকিস্তান। তারপর শ্রীলঙ্কার কাছে টুর্নামেন্টের ‘ভার্চুয়াল সেমিফাইনাল’-এ অল্পের জন্য শ্রীলঙ্কার কাছে আটকে যান বাবর আজমরা। সামনেই ওডিআই বিশ্বকাপ। তাই এ বার বাবর আজম অ্যান্ড কোংকে বিশেষ পরামর্শ দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা (Ramiz Raja)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
প্রাক্তন পাক ক্রিকেটার তথা পিসিবির প্রাক্তন প্রধান রামিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োতে বলেন, হার ভুলে এগিয়ে যাওয়া উচিত। হারের জন্য কারও বিরুদ্ধে আঙুল তোলা ঠিক না। তাঁর কথায়, ‘কোনও ক্রিকেটারের যদি বিশেষ অনুশীলনের প্রয়োজন হয়, তবে তাঁরা সেটা করতে পারে। পুলে যাও, আরাম কর। তবে আমার পরামর্শ সোশ্যাল মিডিয়া স্পর্শ করবে না। টেলিভিশন চ্যানেল দেখবে না। কারণ, সেখানে ভালো কিছুই দেখাবে না। এই মুহূর্তে পাকিস্তান টিমের সকলে হতাশ হয়ে রয়েছে। কোনও ম্যাচে হারের পর একে অপরের দিকে আঙুল তোলাটা কিন্তু উচিত নয়।’
Decided on the final delivery as Sri Lanka win by 2️⃣ wickets 🏏
Great fight shown by the boys 👏#PAKvSL | #AsiaCup2023 pic.twitter.com/nZgtLcPVVT
— Pakistan Cricket (@TheRealPCB) September 14, 2023
ভারতের বিরুদ্ধে বিরাট ব্যবধানে হার কিছুটা হলেও বাবর আজমদের আত্মবিশ্বাস টলিয়েছে। এমনটাই বলছে ক্রিকেট মহল। যে কারণে ফাইনালে ওঠার লড়াইয়ে গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে পাকিস্তান আটকে গিয়েছে। এ বারের এশিয়া কাপে পাকিস্তান ছিল অন্যতম ফেভারিট। সেই তারাই এখন টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এ বার দেখার ওডিআই বিশ্বকাপে কেমন পারফর্ম করে বাবর আজমের পাকিস্তান।