Shreyas Iyer ভিডিয়ো: প্রথম বলেই উইকেট শ্রেয়স আইয়ারের, আনন্দে আত্মহারা

Duleep Trophy 2024: প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন ভারত এ-দল ২৯০ রান তোলে। জবাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত-ডি দলের ইনিংস শেষ ১৮৩ রানেই। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ৭ বলে ০ রানেই ফেরেন। বল হাতে চমকে দিলেন শ্রেয়স।

Shreyas Iyer ভিডিয়ো: প্রথম বলেই উইকেট শ্রেয়স আইয়ারের, আনন্দে আত্মহারা
Image Credit source: ScreenGrab
Follow Us:
| Updated on: Sep 13, 2024 | 7:32 PM

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা হয়েছে। যদিও ভারতীয় দলে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। দলীপ ট্রফির প্রথম রাউন্ডে মিশ্র পারফরম্যান্স হয়েছিল। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ঝোড়ো হাফসেঞ্চুরি করেছিলেন। দলীপের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে হতাশ করেছেন শ্রেয়স। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি ভারত এ ও ডি-দল। প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন ভারত এ-দল ২৯০ রান তোলে। জবাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত-ডি দলের ইনিংস শেষ ১৮৩ রানেই। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ৭ বলে ০ রানেই ফেরেন। বল হাতে চমকে দিলেন শ্রেয়স।

দ্বিতীয় ইনিংসেও অনবদ্য পারফর্ম করছিল ভারত এ-দল। প্রথম সিং এবং ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়ালের ওপেনিং জুটি সেঞ্চুরি পার করে। স্বাভাবিক ভাবেই চাপ বাড়ছিল ভারত ডি-দলের। দিনের শেষ বেলায় হঠাৎই বোলিংয়ে আসেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। প্রথম বলেই মায়াঙ্ক আগরওয়ালকে ফেরান শ্রেয়স। ডিফেন্স করতে গিয়ে শ্রেয়সের বোলিংয়ে তাঁর হাতেই ক্যাচ। আউট হয়ে অবাক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন মায়াঙ্ক আগরওয়াল। তিনিও যেন বিশ্বাসই করতে পারছিলেন না। শ্রেয়সের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

প্রথম শ্রেনির ক্রিকেটে ২০১৮ সালে শেষ বার উইকেট নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সে বার সৌরাষ্ট্রের চেতন সাকারিয়াকে আউট করেছিলেন শ্রেয়স। প্রথম শ্রেনির ক্রিকেটে শ্রেয়সের উইকেট সংখ্যা দাঁড়াল ৫। ম্যাচের দ্বিতীয় দিন মায়াঙ্কের উইকেটেই দিনের খেলা শেষ করা হয়। ইতিমধ্যেই ২২২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন ভারত এ দল।